বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল ১৭ বছরের এক কিশোর। মঙ্গলবার রাতে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে তাকে আটক করে বিএসএফ। কিশোরের নাম অপন চন্দ্র সিংহ, তিনি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার থুমনিয়া গ্রামের বাসিন্দা।
সীমান্ত এলাকার বালুপাড়া বিওপিতে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন কর্তব্যরত বিএসএফ জওয়ান। পরে অপনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে হিলি থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফের ১৫১ নম্বর ব্যাটালিয়ন। বুধবার তাকে গ্রেফতার করে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করে পুলিশ। আপাতত তাকে শুভায়ন হোমে রাখা হয়েছে।এর আগে জানুয়ারি মাসে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশের দিনাজপুর সীমান্তে আরও আটজনকে গ্রেফতার করা হয়েছিল। অনুপ্রবেশকারীদের মধ্যে কয়েকজনকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক করে এবং স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়। ধৃতদের কাছ থেকে ভারতীয় সিমকার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং মোবাইল বাজেয়াপ্ত করা হয়।
সম্প্রতি শীতকালে কুয়াশার কারণে সীমান্তে নজরদারি কিছুটা দুর্বল হওয়ায় অনুপ্রবেশের চেষ্টা বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে চলমান অস্থিরতা এবং মৌলবাদীদের হুমকির কারণে অনেকেই দেশ ছেড়ে ভারতে পালানোর চেষ্টা করছেন।সম্প্রতি ঠাকুরগাঁও এবং পঞ্চগড় সীমান্তেও অনুপ্রবেশের বেশ কিছু ঘটনা ঘটেছে। এর মধ্যে এক তরুণী ও দুই বৃদ্ধা বাংলাদেশ থেকে ভারতে আসার সময় ধরা পড়েছেন। এসব ঘটনায় সীমান্ত নজরদারির কড়াকড়ি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ রোধে বিএসএফ এবং বিজিবি একযোগে কাজ করছে বলে জানানো হয়েছে। তবে সীমান্তে মানবিক সমস্যাগুলোর সমাধানে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা।