পশ্চিমবঙ্গে ১০ দিনের সফরে আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভগবৎ। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই নানা চর্চা শুরু হয়েছে। আরএসএস সূত্রে জানা গিয়েছে, প্রথম ৫ দিন তিনি কলকাতায় থাকবেন এবং সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। তবে, প্রকাশ্যে কোনও সভার পরিকল্পনার কথা এখনও জানানো হয়নি। ১১ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতায় থাকার পর একদিন বিশ্রামের পর তিনি শুরু করবেন দক্ষিণবঙ্গের জেলা সফর। বর্ধমান জেলায় সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক এবং স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা রয়েছে তাঁর। সফরের শেষ দিন অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি বর্ধমানে একটি প্রকাশ্য সভায় বক্তব্য রাখবেন তিনি।
এই সফরকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে আরএসএসের সংগঠন বিস্তারের পরিকল্পনার কথা উঠে আসছে। বিশেষত, বাংলাদেশে সাম্প্রতিক ইসলামি চরমপন্থী কার্যকলাপের প্রসঙ্গ টেনে অনেকেই মনে করছেন, রাজ্যে বিজেপির শক্তি বৃদ্ধির জন্য এই সফর হতে পারে কৌশলগত। কারণ, সাম্প্রতিক নির্বাচনগুলিতে আরএসএস সক্রিয় না হলে বিজেপির কাঙ্ক্ষিত ফল পায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফরের প্রভাব আগামী বিধানসভা নির্বাচনেও পড়তে পারে। আরএসএস পশ্চিমবঙ্গে তাদের প্রভাব বাড়াতে সর্বশক্তি প্রয়োগ করছে বলেই অনেকে মনে করছেন। উল্লেখ্য, এর আগে কোনও সংঘ প্রধান এত দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গ সফরে আসেননি, যা এই সফরকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
আরএসএস প্রধানের এই সফর রাজনৈতিক ভাবে বিজেপির শক্তি বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে তুমুল আলোচনা।