কলকাতার রাজারহাটে আইটিসি গ্রিন সেন্টার ক্যাম্পাসে দেশের প্রথম ‘গ্লোবাল AI হাব’ তৈরি করতে চলেছে আইটিসি ইনফোটেক। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে এই কেন্দ্র হয়ে উঠবে আইটিসি লিমিটেডের ডিজিটাল কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। আনুষ্ঠানিক ঘোষণা ফেব্রুয়ারিতে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে (বিজিবিএস) হতে পারে বলে অনুমান।
আইটিসি লিমিটেডের চেয়ারম্যান সঞ্জীব পুরীর মতে, কলকাতার ভৌগোলিক অবস্থান, প্রতিভা ও মেধাবীদের প্রাচুর্য, এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সমৃদ্ধি ‘গ্লোবাল AI হাব’ গড়ার জন্য উপযুক্ত। আইআইটি, আইএসআই, আইআইএম-এর মতো প্রতিষ্ঠানের দক্ষ কর্মীদের সহযোগিতা এই প্রকল্পকে আরও গতিশীল করবে। রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতা ও উন্নত যোগাযোগ ব্যবস্থাও কলকাতাকে এই প্রকল্পের কেন্দ্রবিন্দু করেছে।
আইটিসি গ্রিন সেন্টার ক্যাম্পাসে ইতিমধ্যেই ১,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এবং ভবিষ্যতে আরও ৬০০ কোটি টাকা লগ্নি করার পরিকল্পনা রয়েছে। ১৪ লাখ স্কোয়ার ফুট এলাকা জুড়ে তৈরি ১৭ তলা এই ভবনটি আইটিসি ইনফোটেকের কর্মীদের জন্য একটি আধুনিক প্রযুক্তি কেন্দ্র হয়ে উঠবে। বর্তমানে এখানে ১,০০০ কর্মী কাজ করছেন, যা আগামী তিন-চার বছরে ২৫-৩০ শতাংশ বাড়বে বলে জানিয়েছেন চেয়ারম্যান।
এই ‘গ্লোবাল AI হাব’-এর মাধ্যমে বিশ্বব্যাপী ক্লায়েন্টদের সেবা প্রদান এবং এআই-ভিত্তিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা মহলের সঙ্গে অংশীদারিত্ব করে নতুন গবেষণার সুযোগ তৈরি হবে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে।