কল্যাণীতে ভুয়ো চাকরির বিজ্ঞাপন দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত সানি বিশ্বাস (৪৩) উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার বাসিন্দা, তবে তিনি কল্যাণীতে ভাড়া বাড়িতে থাকতেন। অভিযোগ, তিনি সামাজিক মাধ্যমে এইমসে চাকরির মিথ্যা বিজ্ঞাপন দিয়ে দুই তরুণীকে নিজের বাড়িতে ডেকে এনে ধর্ষণ করেন। মুর্শিদাবাদের বাসিন্দা এক কিশোরী ও এক তরুণী ওই বিজ্ঞাপন দেখে চাকরির আশায় সানির দেওয়া ঠিকানায় যোগাযোগ করেন। অভিযোগ, সানি তাদের বাড়িতে আটকে রেখে ধর্ষণ করেন এবং পরে ছেড়ে দেওয়ার সময় কাউকে কিছু জানালে খুনের হুমকি দেন। ভয়ে নির্যাতিতারা প্রথমে চুপ থাকলেও পরে সাহস করে গয়েশপুর ফাঁড়িতে অভিযোগ জানান।
পুলিশ জানিয়েছে, ধৃত সানি বিশ্বাস একটি ভুয়ো চাকরির বিজ্ঞাপন তৈরি করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়েছিলেন। চাকরিপ্রার্থী দুই তরুণী তা সত্যি মনে করে ফাঁদে পা দেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ পকসো আইনসহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। নির্যাতিতাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তদন্তে উঠে এসেছে, সোশ্যাল মিডিয়ায় এইমসের নামে দেওয়া বিজ্ঞাপনটি ভুয়ো ছিল।
এইমস কর্তৃপক্ষ আগেই জানিয়েছে, তাদের চাকরির বিজ্ঞপ্তি শুধুমাত্র নির্দিষ্ট ওয়েবসাইটে প্রকাশিত হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ধরনের বিজ্ঞপ্তি সম্পূর্ণ ভুয়ো। পুলিশ সাধারণ মানুষকে সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।