পাকিস্তানের তরুণ পেসার ইহসানউল্লাহ, যিনি তার দুরন্ত গতির বোলিং দিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসরে নজর কেড়েছিলেন, ঘোষণা করেছেন যে তিনি পিএসএল থেকে অবসর নিচ্ছেন। এবারের দশম আসরের ড্রাফটে তাকে কোনো দল না কেনায় হতাশ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন ২২ বছর বয়সী এই পেসার। ইহসানউল্লাহ সংবাদমাধ্যমে জানিয়েছেন, “আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বিদায় নিচ্ছি। ঘরোয়া ক্রিকেটে নিজের পারফরম্যান্স প্রমাণ করে পাকিস্তানের জাতীয় দলে জায়গা করে নেওয়াই আমার লক্ষ্য। পিএসএলে আর কখনো খেলব না।”
এর আগে মুলতান সুলতানের হয়ে খেলেছিলেন ইহসানউল্লাহ। তবে এবারের ড্রাফটে তার প্রতি কোনো দলই আগ্রহ দেখায়নি। চোট এবং ফর্ম নিয়ে প্রশ্ন ওঠায় তাকে এড়িয়ে যাওয়া হয়। একসময় ১৫৫ কিমি গতিতে বোলিং করা এই পেসার গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে গিয়ে কনুইয়ের চোট পান। অস্ত্রোপচারের পর তার গতিতে প্রভাব পড়েছে বলে দাবি করেছেন মুলতান সুলতানের মালিক আলি তারিন। ইহসানউল্লাহ অবশ্য জানান, তিনি শিগগিরই তার পুরনো গতি ফিরে পাবেন এবং সকল সমালোচনার জবাব দেবেন। “আগামী এক-দেড় মাসে আমি ১৫০-১৬০ কিমি গতিতে বোলিং করতে প্রস্তুত। আমার পারফরম্যান্স দিয়ে সবাইকে দেখিয়ে দেব।”
পিএসএলের অষ্টম আসরে ২২টি উইকেট নিয়ে দারুণ পারফর্ম করেছিলেন ইহসানউল্লাহ। তবে চোট এবং দলের সিদ্ধান্ত তাকে হতাশ করেছে। আবেগপ্রবণ হলেও, ভবিষ্যতের দিকে তাকিয়ে নিজের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন এই পেসার।