কলকাতা ও শহরতলিতে সক্রিয় ভুয়ো পাসপোর্ট চক্রের তদন্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টর। মঙ্গলবার ইডির আধিকারিকরা কলকাতা পুলিশের কাছ থেকে জাল পাসপোর্ট সংক্রান্ত নথি সংগ্রহ করেছেন। জানা যায়,আপাতত সেই নথিই খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত ইডি কোনো মামলা দায়ের করেনি, তবে নথি পরীক্ষার পর প্রয়োজন হলে মামলা দায়ের করা হতে পারে জানা যাচ্ছে।
লালবাজারে ইডি তদন্ত চালিয়ে জানতে পেরেছে ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে জাল পাসপোর্ট তৈরির চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলো। বিশেষত উত্তর ২৪ পরগনা জেলায় এই চক্রের রমরমা বেশি ছিলো। বাংলাদেশ কান্ডের জেরে বেড়েছে অনুপ্রবেশের রমরমা ও তার সাথে আতঙ্ক। এই পরিস্থিতিতে সীমান্ত এলাকায় বিএসএফ নজরদারি বাড়ালেও ভুয়ো পাসপোর্ট চক্র যেন নির্মূল হচ্ছে না।
গত ১৫ ডিসেম্বর এই মামলায় সমরেশ বিশ্বাস ও দীপক মণ্ডল নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে লালবাজার পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদে উঠে আসে এই বিষয়ের একাধিক তথ্য। এরপর বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজন সন্দেহভাজনকে। উদ্ধার হয়েছে জাল নথি, বিভিন্ন ব্যাংকের সিল, ভারতীয় পাসপোর্টের ফটোকপি ও ব্রিটেনের ভিসা এছড়াও অনেক কিছু।
তদন্তকারীরা মনে করছেন এই চক্রে বড় আর্থিক লেনদেন জড়িয়ে রয়েছে। তাই কলকাতা পুলিশের কাছ থেকে সমস্ত তথ্য সংগ্রহ করে পুরো বিষয়টি বুঝে নিতে চাইছেন এনফোর্সমেন্ট ডিরেক্টররা। তদন্তে প্রয়োজন হলে শীঘ্রই মামলা দায়ের করবেন তারা। কলকাতা পুলিশের সহযোগিতায় ভুয়ো পাসপোর্ট চক্রের গভীরে পৌঁছানোর চেষ্টা করছে তদন্ত কারী দল।