নতুন ঠিকানায় কংগ্রেসের সদর দফতর গড়ে উঠল দিল্লির ৯এ কোটলা রোডে। বুধবার এর উদ্বোধন করেন সোনিয়া গান্ধী, সঙ্গে ছিলেন রাহুল গান্ধী। এতদিন কংগ্রেসের সদর দফতর ছিল ২৪ আকবর রোডে।
জানা যায়, ২৫২ কোটি টাকা ব্যয়ে তৈরি এই নতুন ভবনে রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা। নীচতলায় রয়েছে হাইটেক প্রেস কনফারেন্স রুম, শব্দ নিরোধক টিভি ডিবেট রুম, সাংবাদিকদের জন্য বিশেষ ঘর এবং ক্যান্টিন। বাম পাশে থাকছে মিডিয়া ইনচার্জের অফিস। প্রথম তলায় রয়েছে বিশেষ অনুষ্ঠানের জন্য একটি আধুনিক অডিটোরিয়াম। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় থাকবেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (AICC) নেতারা। পঞ্চম তলায় থাকছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর অফিস।
ভবনের বিভিন্ন জায়গায় কংগ্রেসের ইতিহাসের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। প্রণব মুখোপাধ্যায় এবং গুলাম নবি আজাদ-সহ অন্যান্য বিশিষ্ট নেতাদের ছবিও শোভা পাচ্ছে সেখানে।
উদ্বোধনী অনুষ্ঠানে সোনিয়া গান্ধী জানান, এই ভবন শুধু এক অফিস নয়, আমাদের দলের ইতিহাসের প্রতীক। নতুন দফতরের মাধ্যমে কংগ্রেস নতুন অধ্যায় শুরু করতে চায় বলেও মন্তব্য করেন রাহুল গান্ধী।