ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মার মধ্যে কোনওরকম তিক্ত সম্পর্ক বা ভুল বোঝাবুঝি নেই, জানিয়ে দিলেন বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা। সাম্প্রতিক সময়ে কোচ এবং অধিনায়কের সম্পর্ক ঘিরে যে জল্পনা ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। রাজীব শুক্লার মতে, রোহিত শর্মার প্রতি বোর্ডের পূর্ণ আস্থা রয়েছে এবং তাঁর নেতৃত্ব নিয়ে কোনও প্রশ্ন নেই। সম্প্রতি বর্ডার-গাভাসকর ট্রফিতে রোহিত শর্মার খারাপ পারফরমেন্স নিয়ে বিতর্ক উঠেছিল। চার টেস্টের সিরিজে মাত্র ৩১ রান করেন রোহিত। এরপর শেষ টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি এবং নেতৃত্বভার তুলে দেওয়া হয় জসপ্রিত বুমরাহর হাতে। তবে বুমরাহ পিঠের চোটের কারণে পুরো ম্যাচ খেলতে না পারায় ভারতীয় দল সিডনি টেস্টে হারতে বাধ্য হয়। ফলে সিরিজ ৩-১ ব্যবধানে জয়লাভ করে অস্ট্রেলিয়া।
এই অবস্থায় দলের পরিবেশ এবং খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ের অভাব নিয়ে নানা জল্পনা ছড়ায়। বিশেষ করে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ধারাবাহিক খারাপ পারফরমেন্সের পর পরিস্থিতি আরও জটিল হয় বলে মনে করা হচ্ছিল। শোনা যাচ্ছিল কোচ গৌতম গম্ভীরও দলের বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট। তবে রাজীব শুক্লা এই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে বলেন, “দলে কোনও বিরোধ নেই। পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক এবং খেলোয়াড় ও কোচের মধ্যে সমন্বয় যথাযথ।”
এছাড়া, কোচ গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের মধ্যে মতানৈক্যের খবরকেও ভিত্তিহীন বলে আখ্যা দেন তিনি। শুক্লার মতে, বোর্ড এবং দলের সবাই একসঙ্গে কাজ করছে এবং ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সকলেই আশাবাদী।