সরকারী বা বেসরকারী সংস্থানে ছাঁটাই নয়, এবার ছাঁটাই হচ্ছে ফেসবুকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মার্ক জুকারবার্গ ফেসবুকে খারাপ পারফর্মারদের ছাঁটাই করছেন।
মেটা কোম্পানির ১০,০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা ঘিরে উত্তাল পরিবেশ। একটি বৈঠকে কর্মীরা মেটার সিইও মার্ক জুকারবার্গের মুখোমুখি হন। জুকারবার্গ সম্প্রতি একটি ফেসবুক পোস্টে ছাঁটাই এবং নিয়োগ পরিকল্পনার কথা জানান।
বৈঠকে উত্তেজিত কর্মীদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে জুকারবার্গ জানান, কোম্পানির উন্নতিতে সব কিছুই করার দরকার। যেটা কর্মীদের মেনে নিতে হবে।
দূরবর্তী কাজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলে তিনি জানান, এটি ভাবা হয়েছে, সম্পূর্ণ সিদ্ধান্ত কিছু দিনের মধ্যে জানানো হবে।
এরকম এক সিদ্ধান্তে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর দের কপালে ভাঁজ চলে এসেছে। অনেক ছোট ক্রিয়েটর এটা ভেবেই ভয় পাচ্ছে যে তাদের চ্যানেলকি বন্ধ হয়ে যাবে?
উল্লেখ্য, মেটার আগের নাম ছিল ফেসবুক ইনক। মেনলো পার্কে অবস্থিত এই বহুজাতিক কোম্পানি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মের মালিক। বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তি সংস্থা হিসেবে মেটার জায়গা সুদৃঢ়।
ছাঁটাইয়ের এই ঢেউ কোম্পানির কর্মীদের মধ্যে আস্থা সংকটের জন্ম দিয়েছে। ভবিষ্যতের জন্য মেটার এই পুনর্গঠনের কৌশল কতটা সফল হবে, তা সময়ই বলবে।