রাজ্যের সরকারি হাসপাতালে সংক্রমিত স্যালাইন ব্যবহারের ফলে রোগীমৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়ায় কলকাতার স্বাস্থ্যভবনে। এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে একগুচ্ছ দাবি তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুবাবুর নেতৃত্বে বিজেপি বিধায়কদের একটি দল স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে সাক্ষাৎ করতে যান। কিন্তু স্বাস্থ্যভবনের গেটের সামনে পুলিশের ব্যারিকেডে আটকে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ তাদের প্রবেশের অনুমতি দেয়। সাক্ষাৎ শেষে শুভেন্দু অধিকারী দাবি করেন, গত এক মাসে সরকারি হাসপাতালে যাদের এই সংক্রমিত স্যালাইন দেওয়া হয়েছে, তাদের তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এই স্যালাইন নেওয়া রোগীদের কিডনি বিকল হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও জানান, এই ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের প্রয়োজন।
শুভেন্দুবাবু রাজ্য সরকারের উদ্দেশ্যে কড়া ভাষায় বলেন, “যাদের সংক্রমিত স্যালাইন দেওয়া হয়েছে, তাদের অভিশাপে এই সরকার ধ্বংস হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও স্বাস্থ্যসচিবকে গ্রেফতার করা হোক।” পরে শুভেন্দু অধিকারী ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় গিয়ে স্বাস্থ্য আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, এই ঘটনা জনস্বাস্থ্যের প্রতি রাজ্য সরকারের অবহেলার আরও একটি উদাহরণ।
রাজ্য সরকারের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে।