ভারতের ২০২৪ সালের নির্বাচন নিয়ে মার্ক জুকারবার্গের মন্তব্যের জন্য মেটা ইন্ডিয়ার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেছেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট শিবনাথ ঠুকরাল। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই ক্ষমাপ্রার্থনাকে “ভারতের নাগরিকদের জয়” বলে অভিহিত করেছেন।
এক্স-এ একটি পোস্টে দুবে বলেন, “ভারতের ১৪০ কোটি মানুষের আস্থা ও প্রধানমন্ত্রী মোদীর শক্তিশালী নেতৃত্বের কারণে মেটা তাদের ভুলের জন্য ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। এটি ভারতীয় সংসদ এবং দেশের সাধারণ মানুষের জয়।” মেটার ভাইস প্রেসিডেন্ট শিবনাথ ঠুকরাল মঙ্গলবার রাতে এক্স-এ লিখেছিলেন, “মার্ক জুকারবার্গের পর্যবেক্ষণ যে ক্ষমতাসীন দলগুলো ২০২৪ সালের নির্বাচনে পরাজিত হয়েছে, তা ভারতের ক্ষেত্রে সত্য নয়। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।” তিনি আরও বলেন, ভারত মেটার জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার এবং এর উদ্ভাবনী ভবিষ্যতের কেন্দ্রবিন্দুতে থাকার আশা করছে।
জুকারবার্গ সম্প্রতি একটি পডকাস্টে বলেন, “২০২৪ সালে বিশ্বব্যাপী অনেক ক্ষমতাসীন সরকার কোভিড-পরবর্তী পরিস্থিতিতে আস্থা হারিয়েছে এবং নির্বাচনে পরাজিত হয়েছে।” তার এই মন্তব্যে ভারতের নির্বাচনী প্রেক্ষাপটের প্রসঙ্গ আনা হয়েছে, যা বিতর্কের সৃষ্টি করে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও এই প্রসঙ্গে জুকারবার্গকে সমালোচনা করে বলেন, “তথ্যভিত্তিক দাবির অভাব হতাশাজনক। মেটার উচিত এমন মন্তব্যের জন্য আরও সতর্ক থাকা।”
বিজেপি এই ঘটনাকে দেশবাসীর প্রতি সরকারের প্রতিশ্রুতির প্রমাণ হিসেবে তুলে ধরেছে। মেটার ক্ষমাপ্রার্থনা ভারতের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে রয়েছে।