গাজায় ১৬ মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইজরায়েল ও হামাস। ৯৬ ঘণ্টার দীর্ঘ আলোচনার পর কাতারের দোহায় এক চুক্তি সই করা হয়, যা ১৯ জানুয়ারি থেকে কার্যকর হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার এই যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং এ জন্য তিনি ডোনাল্ড ট্রাম্পের দলের সহায়তার কথা উল্লেখ করেন। বাইডেন জানান, ট্রাম্পের প্রশাসনও এই বিরতির জন্য কাজ করেছে।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবর থেকে চলমান এই সংঘাতের মধ্যে ৫৪ হাজারেরও বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছেন বাইডেন এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্টও। এদিকে, যুদ্ধবিরতির প্রক্রিয়ায় হামাসের অপহৃতদের মুক্তি, ইজরায়েল সেনার গাজা থেকে প্রত্যাহার এবং ত্রাণ সহায়তায় কোনো বাধা সৃষ্টি না করার বিষয়ে সম্মত হয়েছে দুই পক্ষ।
ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। তবে নেতানিয়াহু দাবি করেছেন, যুদ্ধবিরতির চুক্তি এখনও সম্পূর্ণ চূড়ান্ত হয়নি এবং কিছু বিষয় আলোচনা বাকি রয়েছে। এদিকে, যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানকে তোপ দেগেছে হোয়াইট হাউজ। প্রেস সচিব ক্যারিন জঁ পিয়ের বলেছেন,ইরানের হামলা ব্যর্থ হয়েছে, এটি মার্কিন সমর্থনের ফল।
এই যুদ্ধবিরতি গাজায় দীর্ঘস্থায়ী শান্তির আশা জাগিয়েছে, এমনটাই জানিয়েছে আমেরিকা, কাতার ও মিশর।