আরজি কর ধর্ষণ ও হত্যাকাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার মা-বাবা। তাঁদের অভিযোগ, এই ঘটনায় প্রমাণ লোপাট করা হয়েছে এবং একমাত্র সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করাই যথেষ্ট নয়। বৃহত্তর ষড়যন্ত্রের তদন্তে সিবিআই যেন নিরপেক্ষ ও সঠিকভাবে কাজ করে, সেই দাবিতেই শীর্ষ আদালতে মামলা দায়ের করেছেন তাঁরা। বুধবার এই মামলার আবেদন সুপ্রিম কোর্টে জমা দেন নির্যাতিতার আইনজীবী করুণী নন্দী। দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে বিষয়টি পেশ করা হয়। আবেদনপত্রে জানানো হয়েছে, সিবিআই যে তদন্ত করছে, তা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পরিচালিত হলেও অনেক গুরুত্বপূর্ণ দিক উপেক্ষিত থেকে গেছে। তাই নির্যাতিতার বাবা-মা চান, তাঁদের অভিযোগের বিষয়টি সিবিআই তদন্তে অন্তর্ভুক্ত করা হোক।
উল্লেখ্য, সিবিআই তাদের ফাইনাল রিপোর্টে সঞ্জয় রায়কেই মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে এবং তার মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছে। তবে নির্যাতিতার পরিবার মনে করেন, এটি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং একা সঞ্জয় রায়কে শাস্তি দিয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করা হচ্ছে। এর আগে কলকাতা হাই কোর্টে এই মামলার পর্যবেক্ষণের জন্য আবেদন জানালেও, তা খারিজ হয়। বিচারপতি তীর্থাঙ্কর ঘোষ জানান, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে থাকা মামলায় হাই কোর্ট হস্তক্ষেপ করতে পারে না।
এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে তাঁদের আবেদন, যাতে তদন্ত প্রক্রিয়ার প্রতিটি দিক নিরপেক্ষভাবে বিচার করা হয় এবং প্রকৃত অপরাধীরা সাজা পায়। শীর্ষ আদালত কী রায় দেয়, এখন তার অপেক্ষায় গোটা দেশ।