কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ ৬ জন অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরাসরি তদন্তে নামল সিবিআই। লোকপালের নির্দেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রাক্তন ডেপুটি সেক্রেটারি এবং প্রসার ভারতীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বুধবার এই খবর সরকারিভাবে প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, লোকপাল ২০২৪ সালের ২০ ডিসেম্বর সিবিআই-কে তদন্তের নির্দেশ দেয়। একইসঙ্গে লোকপাল জানিয়ে দেয়, তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম যেন গোপন রাখা হয়। আইন মেনে সমস্ত প্রমাণ সংগ্রহ করতে বলা হয়েছে। ইতিমধ্যে সিবিআই ভারতীয় দণ্ডবিধির ৬১(২) ধারায় এফআইআর দায়ের করেছে।
তদন্তের আওতায় রয়েছেন প্রাক্তন ডেপুটি সেক্রেটারি, প্রাক্তন অ্যাডিশানাল ডিরেক্টর জেনারেল (ইঞ্জিনিয়ারিং), দূরদর্শনের ভুবনেশ্বর ও নয়াদিল্লির দু’জন করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তাঁদের বিরুদ্ধে ফৌজদারি ষড়যন্ত্র এবং দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।
তদন্তকারীরা ইতিমধ্যেই প্রাথমিক তথ্যপ্রমাণ সংগ্রহ শুরু করেছেন। অভিযোগের প্রাথমিক ভিত্তিতে জানা গিয়েছে, এই অফিসাররা সরকারি কাজের অপব্যবহার করে আর্থিক দুর্নীতি করেছেন। তবে সিবিআই তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে।
এই ঘটনা প্রকাশ্যে আসার পর অভিযুক্ত অফিসারদের মধ্যে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সূত্র বলছে, সিবিআই তাদের নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত সম্পন্ন করে আদালতে রিপোর্ট পেশ করবে।