শিলিগুড়ি: পুলিশকে লক্ষ্য করে দুষ্কৃতীদের হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কড়া বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বৃহস্পতিবার শিলিগুড়িতে গুলিবিদ্ধ দুই পুলিশকর্মী নিশিকান্ত সরকার ও দেবেন বৈশ্যকে হাসপাতালে গিয়ে দেখতে গিয়ে তিনি বলেন, দুষ্কৃতীরা যদি একটি গুলি চালায়, তবে পুলিশ চারটি গুলি চালাবে। আমরা প্রশিক্ষিত বাহিনী, কড়া হাতে মোকাবিলা করতে জানি।
উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় সাজ্জাক নামে এক আসামীর গুলিতে দুই পুলিশকর্মী আহত হওয়ার ঘটনায় উত্তাল পুলিশমহল। বুধবার ইসামপুর আদালত থেকে রায়গঞ্জ জেলে ফেরার পথে প্রিজন ভ্যানে থাকা অবস্থায় পুলিশের উপর গুলি চালিয়ে পালায় সাজ্জাক। জানা গেছে, চাদরের নীচে লুকানো আগ্নেয়াস্ত্র ব্যবহার করেই এই ঘটনা ঘটায় সে।
ঘটনার পর রাজ্যের বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, পুলিশ কি নিজেই নিরাপত্তাহীনতায় ভুগছে? ডিজি রাজীব কুমারের এই মন্তব্য সেই পরিস্থিতি সামাল দিতে বাহিনীর মনোবল চাঙ্গা করার চেষ্টা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে, বিরোধীদের মতে, রাজ্যের শাসকদলের প্রশ্রয়ে পুলিশ আক্রান্ত হচ্ছে। বিরোধীরা দাবি করেছে, ক্ষমতায় আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বহু বার পুলিশের উপর আক্রমণের ঘটনা ঘটেছে। অথচ দোষীদের শাস্তি হয়নি। এই অবস্থায় ডিজির হুঁশিয়ারি কতটা বাস্তবে ফলপ্রসূ হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
পুলিশ এখন হন্যে হয়ে সাজ্জাককে খুঁজছে। ডিজির এই কড়া বার্তার পর রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কতটা উন্নত হয়, সেটাই দেখার বিষয়।