হাইওয়েতে প্রাইভেট গাড়ির জন্য মাসিক পাস ব্যবস্থা চালু করতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। এর মাধ্যমে টোল প্লাজায় ভিড় কমানো এবং সাধারণ যাত্রীদের স্বস্তি দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি। বর্তমানে টোল থেকে উপার্জিত অর্থের ২৬ শতাংশ আসে প্রাইভেট গাড়ি থেকে এবং বাকি ৭২ শতাংশ কমার্শিয়াল গাড়ি থেকে। এই পরিস্থিতিতে প্রাইভেট গাড়ির মালিকদের স্বস্তি দিতে কেন্দ্রীয় সরকার মাসিক বা বার্ষিক পাস চালুর ভাবনা শুরু করেছে।
নীতিন গডকড়ি জানিয়েছেন, “এই পাস ব্যবস্থা চালু হলে সার্বিক আয়ে তেমন প্রভাব পড়বে না।” এর পাশাপাশি টোল প্লাজায় যানজট কমাতে হাইওয়ের টোল বুথগুলোকে গ্রামের সীমানার বাইরে সরানোর পরিকল্পনাও রয়েছে।
এছাড়াও, আধুনিক প্রযুক্তির উপর নির্ভর করে গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম (GNSS)-ভিত্তিক টোল ব্যবস্থা চালু করার পরিকল্পনা করা হচ্ছে। এই ব্যবস্থায় স্যাটেলাইটের মাধ্যমে নির্ধারণ করা হবে গাড়ি কত দূরত্ব অতিক্রম করেছে এবং সেই অনুযায়ী টোলের পরিমাণ নির্ধারিত হবে। ফলে ভবিষ্যতে টোল প্লাজার আর প্রয়োজন পড়বে না এবং যানজটের সমস্যা অনেকাংশে মিটবে।
এই প্রযুক্তি চালু করতে গাড়িতে ‘অনবোর্ড ইউনিট’ বসানোর প্রয়োজন হবে, যা স্যাটেলাইট থেকে সংকেত গ্রহণ করে গাড়ির গতিবিধির তথ্য পাঠাবে। GNSS ব্যবস্থার মাধ্যমে দেশের পরিবহণ পরিকাঠামো আরও আধুনিক এবং স্মার্ট হবে বলে আশা করছে সরকার।
এই উদ্যোগের ফলে একদিকে যেমন যাত্রীদের যাতায়াত সহজ হবে, অন্যদিকে দেশের টোল ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।