শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা দিশানায়েকের চীন সফরের সময় চীনা রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার সংস্থা সিনোপেক শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের হাম্বানটোটা এলাকায় একটি অত্যাধুনিক তৈল শোধনাগার নির্মাণে ৩.৭ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের চুক্তি স্বাক্ষর করেছে। এটি শ্রীলঙ্কার মাটিতে এ পর্যন্ত সবচেয়ে বড় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বলে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি, ২০২৫) শ্রীলঙ্কা ও চীনের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়। চুক্তি অনুসারে, নির্মীয়মান শোধনাগারের দৈনিক উৎপাদন ক্ষমতা হবে ২,০০,০০০ ব্যারেল। এর একটি বড় অংশ রপ্তানি করা হবে বলে আশা করা হচ্ছে।
২০১৭ সালে শ্রীলঙ্কা হাম্বানটোটা বন্দরটি চীনের রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘চায়না মার্চেন্টস পোর্ট হোল্ডিংস’-এর কাছে লিজ দিয়েছিল। পরে ঋণ পরিশোধে অক্ষম হওয়ায় এই বন্দর নিয়ে ভারতের উদ্বেগ বাড়ে, কারণ এটি চীনের সামরিক ব্যবহারের ঝুঁকি তৈরি করতে পারে। একইভাবে, শ্রীলঙ্কার জলসীমায় চীনা গবেষণা জাহাজ প্রবেশের বিষয়টিও ভারত ও যুক্তরাষ্ট্রের আপত্তির মুখে পড়েছিল।
সম্প্রতি শ্রীলঙ্কার জলসীমায় বিদেশি গবেষণা জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটি। তবে নতুন চুক্তির যৌথ বিবৃতিতে এই বিষয়ে কোনো উল্লেখ নেই, বরং উভয় দেশ জলপথে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।
শ্রীলঙ্কার এই বিনিয়োগ চুক্তি চীন-ভারত সম্পর্কের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত, ভারতের প্রতিবেশী দেশে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি দিল্লির কৌশলগত উদ্বেগ আরও বাড়াতে পারে।