২০২৪ সালের প্রশ্নপত্র ফাঁসের বিতর্কে পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রবল চর্চার পরও ২০২৫ সালের নিট ইউজি অফলাইনেই নেওয়া হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এবছর পরীক্ষাটি একই দিনে, এক শিফটে, পেন এবং পেপার ভিত্তিক (ওএমআর) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
১৬ জানুয়ারি শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রকের বৈঠকের পরেই এনটিএ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এনটিএর অফিসিয়াল ওয়েবসাইট nta.ac.in-এ। সেখানে বলা হয়েছে, ন্যাশনাল মেডিক্যাল কমিশনের নির্দেশ অনুযায়ী পরীক্ষাটি অফলাইনেই হবে।
গত বছর প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর পরীক্ষা পদ্ধতিতে বড় পরিবর্তনের কথা উঠেছিল। দাবি করা হয়েছিল, ২০২৫ সাল থেকে নিট ইউজি কম্পিউটার-ভিত্তিক টেস্ট (সিবিটি) মোডে হবে। তবে শেষ পর্যন্ত অফলাইনের পথেই ফিরল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে এনটিএ নিট ইউজি পরীক্ষা পরিচালনা করছে। এই পরীক্ষার মাধ্যমেই এমবিবিএস, ডেন্টিস্ট্রি, আয়ুর্বেদ, ইউনানি প্রভৃতি কোর্সে ভর্তির সুযোগ পান পড়ুয়ারা। দেশের মোট ১ লাখ ৮ হাজার মেডিক্যাল আসনের মধ্যে সরকারি প্রতিষ্ঠানে ৫৬ হাজার ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রায় ৫২ হাজার আসন রয়েছে।
২০২৪ সালে প্রায় ২৪ লক্ষ পরীক্ষার্থী নিট ইউজি-তে অংশগ্রহণ করেছিল। পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল মে মাসে, এবং ফলাফল প্রকাশিত হয়েছিল জুলাইয়ে। ২০২৫ সালের পরীক্ষার সঠিক তারিখ এবং বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীদের এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।