নদিয়ার হাঁসখালিতে শুক্রবার পুলিশ গ্রেফতার করেছে তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং এক ভারতীয় দালালকে। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা অভি মিঞা, সুজ্জল মিঞা, ও তানিয়া আখতারকে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আটক করে। তাদের সহযোগিতা করার অভিযোগে দালাল শরিফুল মণ্ডলকেও গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত অনুপ্রবেশকারীরা দালাল চক্রের সহায়তায় ভারতে প্রবেশ করে। তাদের উদ্দেশ্য ও সম্ভাব্য জঙ্গি সংগঠনের যোগসাজশ নিয়ে চলছে তদন্ত। সম্প্রতি অসমে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতারের ঘটনাকে মাথায় রেখে হাঁসখালির এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এদিকে, অনুপ্রবেশকারীরা ভুয়ো আধার কার্ড ও অন্যান্য নথি সংগ্রহ করেছিল বলে পুলিশ জানিয়েছে। বারাসত থানার পুলিশ পুরী থেকে জাল নথি তৈরির চক্রের অন্যতম পাণ্ডা রূপক মণ্ডলকে গ্রেফতার করেছে। তার সূত্রে সুব্রত বিশ্বাস ও তমাল হালদারকে আটক করা হয়। এরা জাল ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরিতে যুক্ত ছিল।
বারাসতের নবপল্লীতে বসবাসরত বাংলাদেশি নাগরিক শিখা দাস ও তার মেয়ে শর্মি দাসকেও জাল নথির সাহায্যে ভারতে থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, রানাঘাট জেলা ও নদিয়ায় বাংলাদেশি অনুপ্রবেশ এবং দালাল চক্রের তৎপরতা গত কয়েক মাসে আশঙ্কাজনকভাবে বেড়েছে।
সংশ্লিষ্ট ঘটনায় পুলিশের তদন্তে উঠে আসা তথ্য চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জাল নথি তৈরির এই চক্র এবং অনুপ্রবেশের পথ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।