শুধু কথা দিলেই প্রশাসন চলেনা, তার জন্য কাজও করতে হয়। মানুষের জীবন বদলে দিতে পারে এমন কাজই করতে হয়। একথা নিজেই বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ পরিষেবার সাফল্য প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার একটি পোস্ট করেন অভিষেক। সেখানেই তিনি জানান, প্রশাসন কেমন হওয়া উচিৎ। তাঁর চালু করা স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে মানুষ কী ভাবে উপকৃত হচ্ছেন, সেই খতিয়ানও প্রকাশ করেন অভিষেক।
উল্লেখ্য, গত ২ জানুয়ারি থেকে অভিষেক নিজের লোকসভা কেন্দ্র এলাকায় বিশেষ স্বাস্থ্য পরিষেবা চালু করেন। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে বিধানসভা কেন্দ্র ধরে ধরে। চোখ, রক্তচাপ, সুগার থেকে ক্যানসার সহ নানান ধরনের অসুস্থতার চিকিৎসা পরিষেবা মিলছে সেখানে। বর্তমানে ফলতা বিধানসভা কেন্দ্রে ‘সেবাশ্রয়’ চলছে। সেখান থেকে ৬৫ হাজারের বেশি মানুষ মাত্র পাঁচ দিনে বিনামূল্যে পরিষেবা পেয়েছেন। একথা জানিয়েছেন অভিষেক। ২ জানুয়ারি থেকে ‘সেবাশ্রয়’ থেকে এখনও পর্যন্ত সেবা পেয়েছেন ৩ লক্ষ ৪১ হাজার সাধারণ মানুষ।
পরিসংখ্যানের প্রসঙ্গে অভিষেক বলেন, বৃহস্পতিবারই ১৩ হাজার ৪৯৩ জনের চিকিৎসা হয়েছে ফলতার ৪০টি স্বাস্থ্য ক্যাম্পে। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি এই সমস্ত ক্যাম্প থেকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে। অভিষেক বলেন, “সেবাশ্রয় শুধু পরিসংখ্যা নয়, সেবাশ্রয় হল পরিসংখ্যানের পিছনে থাকা মুখগুলো। যে শিশু সময়ে চিকিৎসা পেল, যে বয়স্ক মানুষ একটু স্বস্তি পেলেন, যে পরিবার সাহায্য পেল, তাঁদের জন্যই সেবাশ্রয়। আমরা একসঙ্গে প্রমাণ করে দিচ্ছি, শুধু কথায় নয়, কাজ দিয়ে প্রশাসনকে এগিয়ে নিয়ে যেতে হয়। এমন কাজ, যা মানুষের জীবন বদলে দিতে পারে।”
নতুন বছরের শুরুতেই জনপ্রিয়তা পেয়েছে অভিষেকের ‘সেবাশ্রয়’। দূরদূরান্ত থেকেও মানুষ তাঁর কেন্দ্রের এই স্বাস্থ্যশিবিরে চিকিৎসার জন্য আসছেন। বিনামূল্যে মিলছে চিকিৎসা পরিষেবা। সুদূর জলপাইগুড়ি থেকে ‘সেবাশ্রয়’-এর কথা শুনে ডায়মন্ড হারবারে এক শিশুকে নিয়ে আসে তার পরিবার। তার চিকিৎসার ব্যবস্থা করে দেন অভিষেক।