ভারতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক ব্যর্থতায় চাপে কোচ গৌতম গম্ভীর। বৃহস্পতিবার বিসিসিআই-এর বৈঠকে খেলোয়াড়দের ‘শৃঙ্খলার অভাব’ নিয়ে সরব হন গম্ভীর। অস্ট্রেলিয়া সফরের লজ্জাজনক পরাজয়ের পর দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, গম্ভীর বোর্ডকে জানিয়েছেন ড্রেসিংরুমের পরিবেশে শৃঙ্খলার ঘাটতির কারণেই দলের পারফরম্যান্সে প্রভাব পড়ছে।
সম্প্রতি বেশ কিছু রিপোর্টে উঠে এসেছে দলের অন্দরে বিভেদের কথা। গম্ভীরের অধীনে শেষ ১০টি টেস্টের মধ্যে ৬টিতে হারার পাশাপাশি নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে পরাজয়ও পরিস্থিতি আরও খারাপ করেছে। এছাড়া শ্রীলঙ্কায় ওডিআই সিরিজেও পরাজিত হয়েছে ভারত।
বৈঠকে গম্ভীর খেলোয়াড়দের পরিবারের বিদেশ সফরে যাওয়ার বিষয়ে সীমাবদ্ধতার প্রস্তাব দেন। সিদ্ধান্ত অনুযায়ী, সফরের সময়সীমা অনুযায়ী খেলোয়াড়দের পরিবার কেবল নির্দিষ্ট সময়ের জন্যই দলের সঙ্গে থাকতে পারবে।
বিসিসিআই টিম ম্যানেজমেন্টে ‘কলকাতা নাইট রাইডার্স টাচ’ নিয়েও অসন্তুষ্ট। সহকারী কোচ অভিষেক নায়ার এবং রায়ান টেন দুশখাতের ভূমিকা পর্যালোচনা করা হচ্ছে। উভয়েই আগে কেকেআরে গম্ভীরের সঙ্গে কাজ করেছেন।
এদিকে, প্রাক্তন সৌরাষ্ট্র ক্রিকেটার সিতাংশু কোটাক ভারতীয় দলে সহকারী ব্যাটিং কোচ হিসেবে যোগ দিতে চলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে অসামান্য রেকর্ড থাকা সিতাংশু অভিজ্ঞতার মাধ্যমে দলের পারফরম্যান্স উন্নত করার আশ্বাস দিচ্ছেন।
বিসিসিআই-এর এই কড়া পদক্ষেপে গম্ভীরের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এখন দেখার বিষয়, দলের পরিবেশ এবং পারফরম্যান্সে কী পরিবর্তন আনা যায়।