রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে শুক্রবার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার গ্রহণ করলেন ভারতীয় শুটিং সেনসেশন মনু ভাকের। ২০২৪ প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতে দেশের গর্ব বাড়িয়েছিলেন মনু। প্রথম ভারতীয় মহিলা হিসেবে এক সংস্করণে একাধিক পদক জয় করে ইতিহাস তৈরি করেন তিনি।
মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতার পর সরবজোৎ সিংয়ের সঙ্গে মিক্সড এভেন্টেও ব্রোঞ্জ জেতেন মনু। এদিন রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে মনুর সঙ্গে দাবার বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ, হকি তারকা হরমনপ্রীত সিং এবং প্যারা অলিম্পিক্স হাই জাম্পার প্রবীণ কুমারও খেলরত্ন পুরস্কারে সম্মানিত হন।
তবে মনুর খেলরত্ন পুরস্কার পাওয়া নিয়ে শুরুতে বিতর্ক তৈরি হয়েছিল। প্রথমে তাঁর নাম মনোনীত তালিকায় না থাকায় সমালোচনা শুরু হয়। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য হস্তক্ষেপ করার পরই মনুর নাম অন্তর্ভুক্ত হয় চূড়ান্ত তালিকায়।
পুরস্কার নেওয়ার সময় এক মজার মুহূর্ত ঘটে। মঞ্চে ওঠার আগে মনু কয়েক মুহূর্ত থমকে যান। আসলে তিনি ভেবেছিলেন ঘোষণার পর্ব শেষ হয়ে গেছে। কিন্তু তখনও কিছু ঘোষণা বাকি ছিল। রাষ্ট্রপতির সঙ্গে হাসিমুখে সেই ভুল সামলে নিয়ে পুরস্কার গ্রহণ করেন মনু।
এদিন অর্জুন পুরস্কারও দেওয়া হয় দেশের ৩২ জন অ্যাথলিটকে। তবে মনু ভাকেরের এই ছোট মুহূর্তই অনুষ্ঠানের স্মরণীয় অংশ হয়ে ওঠে।