গত ১৬ জানুয়ারি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) মহাকাশ গবেষণায় বড় সাফল্য অর্জন করেছে। স্পেস ডকিং পরীক্ষায় ইসরোর দুটি উপগ্রহ এসডিএক্স-০১ এবং এসডিএক্স-০২ সফলভাবে যুক্ত হয়েছে। এই ঐতিহাসিক ডকিংয়ের ভিডিয়ো প্রকাশ করেছে ইসরো, যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ শেয়ার করা হয়েছে। ভিডিয়োর ক্যাপশনে ইসরো জানিয়েছে, “২০২৫ সালের ১৬ জানুয়ারি ভোরে স্প্যাডেক্স উপগ্রহের ডকিং সফল হয়েছে।”
ইসরোর নতুন চেয়ারপার্সন ভি নারায়ণন এই সাফল্যের জন্য পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ১৪ জানুয়ারি থেকে ইসরোর চেয়ারম্যান, মহাকাশ বিভাগের সচিব এবং স্পেস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন। নারায়ণন ১৯৮৪ সালে ইসরোতে যোগ দেন এবং তাঁর নেতৃত্বে মহাকাশ গবেষণার নতুন অধ্যায় শুরু হয়েছে।গত বছরের ৩০ ডিসেম্বর পিএসএলভি-সি৬০ রকেটের মাধ্যমে চেজার (এসডিএক্স-০১) এবং টার্গেট (এসডিএক্স-০২) মহাকাশযান উৎক্ষেপণ করা হয়েছিল। মহাকাশে স্পেস ডকিং প্রযুক্তি পরীক্ষার লক্ষ্যেই এই মিশন পরিচালিত হয়। যদিও প্রথম দিকে ডকিং প্রচেষ্টা দু’বার ব্যর্থ হয়, তবে ইসরোর দল হাল না ছেড়ে অবশেষে এই সাফল্য অর্জন করেছে।
স্পেস ডকিং প্রযুক্তি ভবিষ্যতে মহাকাশ গবেষণা এবং মানব অভিযানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চন্দ্রাভিযান, স্পেস স্টেশন গঠন, এবং মহাকাশে দীর্ঘমেয়াদী মিশন পরিচালনায় এই প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। ইসরো জানিয়েছে, ভবিষ্যতে আরও জটিল ডকিং প্রযুক্তি পরীক্ষার পরিকল্পনা রয়েছে।
এই সাফল্যের মাধ্যমে ভারত বিশ্বের অন্য মহাকাশশক্তি আমেরিকা, রাশিয়া এবং চীনের সঙ্গে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। ইসরোর এই কৃতিত্ব দেশকে গর্বিত করেছে এবং মহাকাশ গবেষণায় নতুন দিগন্তের সূচনা করেছে।