শিয়রে দিল্লির বিধানসভা নির্বাচন! ইতিমধ্যেই ভোটের প্রচার পর্ব শুরু হয়ে গিয়েছে জোর কদমে। দিল্লির বুকে সে রাজ্যের শাসকদল আম আদমি পার্টি আর প্রধান বিরোধীদল বিজেপির মধ্যে রীতিমতো কাঁটায় কাঁটায় টক্কর চলছে। দিল্লির নির্বাচনে এবার যেন বলিউডি ফ্লেভার পরিলক্ষিত হচ্ছে। বলিউডের বিভিন্ন সিনেমার নাম দিয়ে একের পর এক পোস্টার তৈরি করে আম আদমি পার্টিকে টার্গেট করছে বিজেপি। অন্যদিকে, “পুষ্পা” ফিল্মের প্রভাব দেখা যাচ্ছে আম আদমি পার্টির পোস্টারে। সেখানে লেখা, ‘কেজরিওয়াল ঝুকেগা নেহি’।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আম আদমি পার্টির বিরুদ্ধে যে সকল পোস্টার বিজেপি পোস্ট করেছে, সেখানে “আপ” কে “আপ-দা” বা বাংলায় দুর্যোগ বলে অভিহিত করা হয়েছে। বিজেপির পোস্ট করা বৃহস্পতিবারের পোস্টারে দেখা গিয়েছে, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ফিল্মি আদলে ‘আপ-দা না আয়েগি দোবারা’। একইভাবে বিজেপির তরফ থেকে জলি এলএলবি ২, পুষ্পা ২, স্পেশ্যাল ২৬, বান্টি অউর বাবলি, লুটেরা, ভুল ভুলাইয়া সহ বিভিন্ন সিনেমার স্টাইলে একাধিক পোস্টার তৈরি করা হচ্ছে। আর টার্গেটে বেশিরভাগ সময় রয়েছে আম আদমি পার্টি।
তবে সিনেমার আদলে পোস্টার শুধু নয় রয়েছে অ্যানিমেটেড পোস্টার। বিজেপির পক্ষ থেকে ভোট যুদ্ধে এখন শুধুই হাতিয়ার চোখ ধাঁধানো পোস্টার। ‘পুষ্পা’য় আল্লু অর্জুনের বিখ্যাত ডায়লগের স্টাইলে আপকে নিয়ে বিজেপি লিখেছে, “আপ নেহি, আপ-দা হ্যায় ম্যায়”। এই লাইন দেখেই সকলের মনে পড়ে যাচ্ছে, ‘ফ্লাওয়ার’ ও ‘ফায়ার’ নিয়ে পুষ্পার সেই বিখ্যাত ডায়লগটি। এছাড়াও কেজরিওয়ালের বাড়ি সংস্কার নিয়েও একের পর এক প্রমাণ করে পোস্টার তো রয়েইছে। ‘শীশমহল’ শব্দ ব্যবহার করে তোপ দাগা হয়েছে আপকে।
অন্যদিকে আম আদমি পার্টি বিভিন্ন ক্লিপের সাধারণ মানুষের বক্তব্য তুলে ধরেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। ইতিপূর্বে গত ডিসেম্বরের শুরুর দিকে ‘পুষ্পা’র ডায়লগ ‘কেজরিওয়াল ঝুকেগা নেহি’ দিয়ে শুরু হয়েছিল আম আদমি পার্টির প্রচার। তাদেরও মূল বক্তব্যে উঠে এসেছিল দুর্নীতির কথা। আগামী পাঁচই ফেব্রুয়ারি বুধবার দিল্লিতে বিধানসভা নির্বাচন। ভোট গণনা ৮ই ফেব্রুয়ারি।