বলিউড অভিনেতা সইফ আলি খানের বাড়িতে ডাকাতি এবং হামলার ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। মুম্বাই পুলিশের তদন্তে জানা গেছে, হামলার মূল অভিযুক্ত বাংলাদেশের নাগরিক। রবিবার সকালে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করে নিজের পরিচয় গোপন করতে নাম পরিবর্তন করে বিজয় দাস রাখে।
৩০ বছর বয়সী অভিযুক্ত মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে বান্দ্রা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ডিসিপি দীক্ষিত গেদামের বক্তব্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি পাঁচ-ছয় মাস আগে মুম্বাইয়ে আসে এবং হাউসকিপিং এজেন্সিতে কাজ করত। তার কাছ থেকে ভুয়ো নথিপত্র উদ্ধার হয়েছে। পুলিশ মনে করছে, ডাকাতির উদ্দেশ্যেই অভিযুক্ত সইফের বাড়িতে ঢুকে।
ঘটনাটি ঘটে ১৬ জানুয়ারি গভীর রাতে। বান্দ্রার ‘সতগুরু শরণ’ ভবনের ১২ তলায় সইফ-করিনা তাদের দুই সন্তান এবং পাঁচ গৃহকর্মীসহ ছিলেন। ছেলের ঘর থেকে শব্দ শুনে সইফ জেগে উঠলে অভিযুক্ত তার ওপর ছুরি দিয়ে হামলা চালায়। ছয়বার আঘাতপ্রাপ্ত হন সইফ। আহত অবস্থায় তৈমুরের সঙ্গে অটোতে লীলাবতি হাসপাতালে যান তিনি।
অস্ত্রোপচারের পর একদিন আইসিইউ-তে থাকার পর সইফ এখন বিপদমুক্ত। জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে তাকে। শিগগিরই হাসপাতাল থেকে ছাড়া পাবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এই ঘটনায় মুম্বাই পুলিশের তৎপরতা প্রশংসিত হয়েছে। তদন্ত চলছে, অভিযুক্তের ভারতে প্রবেশ এবং অপরাধচক্রের সঙ্গে সংযোগ খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।