বিরাট কোহলির ঘাড়ে চোট, ফলে সৌরাষ্ট্রের বিপক্ষে রঞ্জি ম্যাচে তাঁর খেলা হবে না। এমনকি, রেলওয়েজের বিপক্ষে দিল্লির গ্রুপ স্টেজের শেষ ম্যাচেও তাঁর অংশগ্রহণ অনিশ্চিত। দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) শীর্ষকর্তা জানিয়েছেন, সিডনি টেস্টের সময় থেকেই বিরাট এই চোট অনুভব করেছিলেন। চিকিৎসকদের পরামর্শে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।
বিসিসিআই সম্প্রতি ক্রিকেটারদের ঘরোয়া ম্যাচে খেলার কড়া নির্দেশ দিয়েছে। এ নিয়ম মেনে রোহিত শর্মা মুম্বইয়ের পরের রঞ্জি ম্যাচে খেলার কথা জানালেও বিরাটের চোট তাঁর ঘরোয়া ক্রিকেটে ফেরার সম্ভাবনাকে প্রশ্নচিহ্নের মুখে ফেলেছে। তবুও ডিডিসিএর সম্ভাব্য স্কোয়াডে তাঁর নাম রাখা হয়েছে।
দিল্লি রঞ্জি ট্রফি দলে তারকার অভাব নেই। আইপিএল তারকা ও ঘরোয়া সার্কিটের একাধিক খেলোয়াড়ের পাশাপাশি উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্তকেও দেখা যাবে। তবে পন্ত অধিনায়কত্ব চাননি। তিনি জানিয়েছেন, এক ম্যাচের জন্য অধিনায়ক বদল করা উচিত নয়। তাই অধিনায়কত্বের দায়িত্ব রয়েই গেছে আয়ুশ বাদোনির হাতে।
বিরাটের অনুপস্থিতি দিল্লি শিবিরে বড় ধাক্কা। তবে পন্তের স্পোর্টসম্যানশিপ ও দলের প্রতি দায়িত্ববোধ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।