জাল নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরি করার ঘটনায় রাজ্যে ফের চাঞ্চল্য। বারাসতে জাল পাসপোর্ট কাণ্ডে এবার গ্রেফতার হলেন বিজেপি নেতা ইন্দ্রজিৎ দে। বারাসতের নবপল্লি এলাকা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী জ্যোতির্ময় দে-কে গ্রেফতার করার পরই উঠে আসে এই নেতার নাম। পুলিশি তদন্তে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে ভারতে আসার পর ইন্দ্রজিৎ দে-র সহায়তায় জ্যোতির্ময় দে নিজের পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরি করেছিলেন।
গত শুক্রবার পুলিশ জ্যোতির্ময়কে আটক করে এবং তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার গ্রেফতার করা হয় ইন্দ্রজিৎ দে-কে। বারাসত আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ইন্দ্রজিৎ দে ২০২২ সালের বারাসত পুরসভা নির্বাচনে ২৭ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী ছিলেন।
উল্লেখ্য, কিছুদিন আগেই পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেফতার হয়েছিলেন কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত আধিকারিক আবদুল হাই। তিনি ২০২৪ সালে সাব-ইন্সপেক্টর পদ থেকে অবসর নিয়েছিলেন এবং পাসপোর্ট ভেরিফিকেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তদন্তে উঠে আসে, অভিযুক্ত সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে আবদুল হাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কয়েক বছরে প্রায় ১৩ লক্ষ টাকা স্থানান্তরিত হয়েছিল। পাসপোর্ট জালিয়াতির বিনিময়ে তিনি প্রতি পাসপোর্টের জন্য ২৫ হাজার টাকা নিতেন বলে অভিযোগ।
এই ঘটনার পর থেকে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বিরোধীরা শাসকদল ও প্রশাসনের দিকে আঙুল তুললেও এবার বিজেপি নেতার নাম যুক্ত হওয়ায় রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তদন্তে আরও কোন নাম উঠে আসে, এখন সেদিকেই নজর গোয়েন্দাদের।