আজ দুপুর ৩টে ৩০ মিনিট নাগাদ শিয়ালদা দক্ষিণ শাখার পার্ক সার্কাস স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন একটি গোডাউনে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্ল্যাটফর্ম এবং ফুটওভার ব্রিজও এই ধোঁয়ার চাদরে ঢেকে গিয়েছে।
দমকলের ১৪টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। স্টেশনের ভিতর দিয়ে দমকলের পাইপ নিয়ে যাওয়া হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকলের জল দ্রুত শেষ হয়ে যাওয়ার ফলে আগুন নিয়ন্ত্রণে দেরি হচ্ছে। কিছু বাসিন্দার অভিযোগ, প্রায় দেড় ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ দমকল।
এই অগ্নিকাণ্ডের ফলে আপ কর্ড লাইনের পরিষেবা ব্যাহত হয়েছে। বালিগঞ্জ-পার্ক সার্কাস-স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় হল্ট-কাঁকুড়গাছি লাইনে আপাতত পরিষেবা নিয়ন্ত্রণ করা হচ্ছে। সুরক্ষার কারণে আপ কর্ড লাইনের ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তবে ক্যানিং, বারুইপুর, ডায়মন্ড হারবার, বজবজ, সোনারপুর ও নামখানা লাইনের লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক রয়েছে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ক্যানিং-বারাসত লোকাল ট্রেন (আপ ৩৩০৬১) বালিগঞ্জ স্টেশনে নিয়ন্ত্রণ করা হয়েছে। পার্ক সার্কাস স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম সাধারণত নৈহাটি-কল্যাণীগামী ট্রেন এবং মালগাড়ির জন্য ব্যবহৃত হয়, যা আপাতত বন্ধ রয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। আগুন নেভানোর কাজ চলতে থাকায় পরিস্থিতি এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে প্রশাসনের তৎপরতা জারি রয়েছে।