আজ, সোমবার (ভারতীয় সময় রাত ১০.৩০ মিনিট), ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন। শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ইউএস ক্যাপিটল ভবনের ভেতরে, যা ৪০ বছরের মধ্যে প্রথমবার। শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জন রবার্টস।
ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের নামী ব্যক্তিত্বরা। উপস্থিত ছিলেন ধনকুবের এলন মাস্ক, ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি, এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়াও, চিন, জাপান, ও অস্ট্রেলিয়ার উচ্চপদস্থ প্রতিনিধিরা এবং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামাও অনুষ্ঠানের সাক্ষী হন।
শপথের আগে, ট্রাম্প ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন ভিকট্রি র্যালি’ আয়োজন করেন ক্যাপিটলে ওয়ান এলাকায়। র্যালিতে তাঁর বক্তব্যে তিনি আমেরিকাকে আবারও বিশ্ব নেতৃত্বে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্র্যাঙ্কোস ব্যারো ইউরোপের ওপর মার্কিন আধিপত্য বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমরা যদি সচেতন না হই, তবে ইউরোপের ওপর আধিপত্য বিস্তার ঘটবে। আমাদের স্বার্থ রক্ষায় এখনই উদ্যোগ নিতে হবে।”
উল্লেখ্য, ট্রাম্প ২.০ এর যাত্রা শুরু নিয়ে আন্তর্জাতিক মহলে উত্তেজনা ও আশার মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আমেরিকা ও বিশ্ব রাজনীতিতে এই অধ্যায় কতটা প্রভাব ফেলবে, তা দেখার অপেক্ষায় সবাই।