ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনীর বড়সড় সাফল্য। গড়িয়াবান্ধ জেলার কুলারিঘাট রিজার্ভ ফরেস্টে তুমুল গুলির লড়াইয়ে ১২ জন মাওবাদী নিহত হয়েছেন। ওড়িশার নুয়াপাড়া জেলার সীমান্ত থেকে ৫ কিমি দূরে ঘটনাটি ঘটে।
ছত্তিশগড় পুলিশের ডিজি ওয়াই বি খুরানিয়া জানিয়েছেন, ওড়িশা, ছত্তিশগড় পুলিশ এবং সিআরপিএফ যৌথভাবে এই অভিযান চালিয়েছে। অভিযানের মূল লক্ষ্য ছিল মাওবাদীদের সীমান্ত এলাকায় সক্রিয়তাকে ব্যর্থ করা। সোমবার সকালে শুরু হওয়া এই অভিযানে প্রথমে দুই মহিলা মাওবাদী নিহত হন। এছাড়া, এক কোবরা জওয়ান আহত হন।
মঙ্গলবার ভোরে নতুন করে গুলির লড়াই শুরু হলে আরও ১২ জন মাওবাদীর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি রাইফেল, প্রচুর অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান এখনও চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের মধ্যে মাওবাদী নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছেন। গত বছর ২১৭ জন মাওবাদী নিহত হয়েছিলেন। এর মধ্যে শুধুমাত্র আবুঝহমাদ এলাকায় ১০০ জনেরও বেশি। এছাড়া, ৮০০ জনের বেশি মাওবাদী গ্রেফতার হন এবং ৮০২ জন আত্মসমর্পণ করেন। গত বছর মাওবাদী হামলায় ১৮ জন নিরাপত্তা কর্মী এবং ৬৫ জন সাধারণ নাগরিক প্রাণ হারান।
এই সফল অভিযান মাওবাদীদের মোকাবিলায় সরকারের জোরালো অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।