বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার বরাবরই তাঁর স্টান্ট এবং বহুমুখী অভিনয়ের জন্য দর্শকদের মন জয় করে এসেছেন। তবে তাঁর জনপ্রিয় হরর কমেডি ছবি ‘ভুল ভুলাইয়া’-এর সিক্যুয়ালগুলোতে তাঁকে দেখা না পাওয়ায় ভক্তদের মন খারাপ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা।
২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুল ভুলাইয়া’ ছবিটি দর্শকদের এতটাই ভালো লেগেছিল যে এর দুটি সিক্যুয়াল তৈরি হয়। তবে এই ছবিগুলিতে অক্ষয় কুমারের পরিবর্তে কার্তিক আরিয়ান নজর কাড়েন। অক্ষয়ের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুললে অভিনেতা জানিয়েছেন, কাজের শিডিউল এবং অন্যান্য কারণেই তিনি অংশ নিতে পারেননি।
এদিকে, ভক্তদের জন্য দারুণ খবর হল অক্ষয় কুমার তাঁর জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’-এর তৃতীয় কিস্তি নিয়ে ব্যস্ত। তিনি জানান, “সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরই ‘হেরা ফেরি ৩’-এর কাজ শুরু হবে।”
ছবিটি নিয়ে স্মৃতিচারণা করে অক্ষয় বলেন, “‘হেরা ফেরি’র শুটিংয়ের সময় আমরা জানতাম না ছবিটি এতটা জনপ্রিয় হবে। বাবু ভাইয়া, রাজু, এবং শ্যামের চরিত্রগুলো দর্শকদের মনে এতখানি জায়গা করে নেবে তা আশা করিনি।” তিনি তাঁর সহ-অভিনেতা পরেশ রাওয়ালের প্রশংসা করে বলেন, “তিনি বাস্তব জীবনেও খুব মজার মানুষ।”
সম্প্রতি, জয়পুরে ‘ভূত বাংলো’র শুটিং চলাকালীন তাঁদের মজার মুহূর্তের কথাও শেয়ার করেছেন অক্ষয়। তবে সেই মজার অনেক ঘটনা ক্যামেরার সামনে বলা সম্ভব নয় বলে রসিকতাও করেন তিনি।
অক্ষয়ের আসন্ন কাজগুলো নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। তাঁর প্রত্যাবর্তন নিয়ে দর্শকদের প্রত্যাশাও বেশ বেশি।