মহাকুম্ভ মেলা এবং হিন্দু দেবদেবী নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাংবাদিক কামরান আলভি এবং অভিষেক কুমারকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিয়ো এবং মন্তব্যে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে।
কোতোয়ালির এসএইচও অলোক মণি ত্রিপাঠীর বক্তব্য অনুযায়ী, কামরান আলভি নিজের ফেসবুক পেজে একটি ভিডিয়ো পোস্ট করেন, যা উচ্চপদস্থ প্রশাসনের নজরে আসে। তারপরেই তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৯ ধারায় মামলা রুজু করা হয়। জানা গেছে, আলভির ফেসবুক পেজে ৯ হাজারের বেশি ফলোয়ার রয়েছে এবং তিনি একটি অনলাইন নিউজ পোর্টাল চালান।
অন্যদিকে, অভিষেক কুমার জয়পুরের নিকটবর্তী বোজা এলাকার বাসিন্দা। স্থানীয় এসএইচও অমিত প্রতাপ সিং জানিয়েছেন, অভিষেকও মহাকুম্ভ এবং দেবদেবীদের নিয়ে অমাননাকর মন্তব্য করেছিলেন, যার ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের ধর্মীয় প্রতীকের অবমাননার জন্য গ্রেফতার করা হয়েছে এবং তাঁদের শেয়ার করা পোস্টের উৎস খতিয়ে দেখা হচ্ছে। শীঘ্রই তাঁদের আদালতে পেশ করা হবে।
প্রয়াগরাজে গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভ মেলা ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। উৎসবের প্রথম থেকেই জমজমাট পরিবেশ, এবং বহু বিশিষ্ট ব্যক্তি এই মেলায় অংশ নিয়েছেন। এই পবিত্র স্নান উৎসবকে কেন্দ্র করেই এমন বিতর্কিত ঘটনাটি সামনে এলো।