সরস্বতী পুজোর এখনও দেরি থাকলেও ভরা মাঘেই কার্যত গরমের আমেজ পশ্চিমবঙ্গে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপমাত্রা বেড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ঘন কুয়াশার সতর্কতা। বৃহস্পতিবার রাজ্যের ১৮টি জেলায় কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একাধিক অংশে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। তবে দার্জিলিং ও কালিম্পংয়ে সোমবার কিংবা মঙ্গলবার হালকা বৃষ্টি বা তুষারপাত হতে পারে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আগামী দু’দিন রাতের তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ফলে সরস্বতী পুজোর আগেই রাতের ঠান্ডায় ভাটা পড়বে।
তবে স্বস্তির খবর হল, ২৬ জানুয়ারি থেকে পারদ ফের নামতে শুরু করবে। দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে। কিন্তু তার আগেই মাঘের শীতে ‘গরম’ অনুভূতি যেন বাঙালির জন্য বিরল অভিজ্ঞতা হয়ে উঠছে।