মণিপুরে বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহার করল নীতীশ কুমারের দল জনতা দল (ইউনাইটেড)। বুধবার মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লাকে একটি চিঠি পাঠিয়ে সমর্থন প্রত্যাহারের কথা জানান জেডি(ইউ)-এর মণিপুর শাখার প্রধান ক্ষেত্রিমায়ুম বীরেন সিং। চিঠিতে তিনি উল্লেখ করেন, তাঁদের একমাত্র বিধায়ক মহম্মদ আব্দুল নাসির এখন থেকে বিরোধী বিধায়কের ভূমিকা পালন করবেন।
২০২২ সালে মণিপুর বিধানসভা নির্বাচনে ছ’টি আসনে জয়লাভ করেছিল জেডি(ইউ)। কিন্তু কিছু মাসের মধ্যেই পাঁচজন বিধায়ক বিজেপিতে যোগ দেন। ফলে বর্তমানে জেডি(ইউ)-এর হাতে রয়েছে মাত্র একটি আসন।
মণিপুরে এন বীরেন সিং-এর নেতৃত্বাধীন বিজেপি সরকার বেশ কিছুদিন ধরে জাতিদাঙ্গা এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে সমালোচিত হচ্ছে। এর আগে ন্যাশনাল পিপলস পার্টিও সমর্থন প্রত্যাহার করেছিল। এখন জেডি(ইউ)-এর এই সিদ্ধান্ত নতুন করে মণিপুরের রাজনীতিতে উত্তাপ বাড়াচ্ছে।
অন্যদিকে, বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে নীতীশ কুমারের পরিকল্পনা নিয়ে জল্পনা তুঙ্গে। বিগত সময়ে তিনি NDA জোটে যোগ দিয়ে INDIA শিবির ছেড়েছিলেন। তবে সম্প্রতি ফের INDIA-এ ফিরবেন কিনা, সেই প্রশ্ন উস্কে দিয়েছেন লালুপ্রসাদ যাদব। লালু প্রকাশ্যে জানিয়েছেন, নীতীশ ফিরলে তাঁকে স্বাগত জানানো হবে।
মণিপুরে বিজেপি সরকারের সঙ্গে জেডি(ইউ)-এর সম্পর্কচ্ছেদ নীতীশ কুমারের ভবিষ্যৎ পরিকল্পনারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিহার নির্বাচনের আগে এই পদক্ষেপ NDA শিবিরে অস্বস্তি বাড়াবে বলেই মত বিশ্লেষকদের।