দীর্ঘ সাত বছরের অপেক্ষার পর আবার রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে মাঠে নামতে চলেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। জম্মু ও কাশ্মীরের বিপক্ষে আসন্ন ম্যাচ দিয়ে তাঁর প্রত্যাবর্তন ঘটছে। যদিও দলের নেতৃত্বে থাকবেন আজিঙ্কা রাহানে। ২০১৬ সালে শেষবার মুম্বইয়ের জার্সিতে মাঠে নেমেছিলেন রোহিত।
সম্প্রতি ভারতীয় দলের ব্যর্থ পারফরম্যান্সের পর, বিসিসিআই জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ বাধ্যতামূলক করেছে। রোহিতের পাশাপাশি মুম্বই দলে ফিরেছেন তরুণ ওপেনার যশস্বী জসওয়ালও। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচটি গ্রুপ এ থেকে পরের রাউন্ডে যাওয়ার ভাগ্য নির্ধারণ করতে পারে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বইয়ের জন্য রোহিত ও যশস্বীর ফেরা দলকে আরও শক্তিশালী করেছে।
দলের অভিজ্ঞ অধিনায়ক আজিঙ্কা রাহানে রোহিতের প্রত্যাবর্তনে খুশি। তিনি জানান, “রোহিত শর্মা চাপমুক্ত এবং দারুণ ক্রিকেটীয় বোধসম্পন্ন একজন খেলোয়াড়। তিনি একবার ছন্দে ফিরলে বড় রান করবেই। তাঁর ব্যবহার এবং নেতৃত্বগুণ দলের জন্য গুরুত্বপূর্ণ।”
তবে রোহিতের রঞ্জি যাত্রা বেশিদিন স্থায়ী হবে না বলেই মনে করছেন রাহানে। ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য রোহিতের ব্যস্ততা রয়েছে। ফলে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে এই ম্যাচই তাঁর একমাত্র রঞ্জি ট্রফি ম্যাচ হতে পারে।
অন্যদিকে, বিরাট কোহলি ৩০ জানুয়ারি দিল্লির হয়ে মাঠে নামবেন। ভারতের শীর্ষ ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ জাতীয় দলের পারফরম্যান্স উন্নত করতে ইতিবাচক ভূমিকা নেবে বলে মনে করছে ক্রিকেটমহল।