সইফ আলি খানের বাড়িতে ডাকাতি আটকানোর সময় ছুরিকাঘাতে জখম হওয়ার ঘটনা এখনো আলোচনার কেন্দ্রবিন্দু। সেই রাতে অভিনেতাকে হাসপাতালে পৌঁছে দিয়ে সবার নজরে এসেছেন ভজন সিং রানা নামের এক অটোচালক। সইফ ও তাঁর পরিবার ভজনকে পুরস্কৃত করার ইচ্ছা প্রকাশ করলেও, ভজন জানিয়ে দিয়েছেন, তিনি কোনও নগদ পুরস্কার নিতে চান না।
ঘটনাটি ঘটে গত সপ্তাহে। জখম অবস্থায় সইফকে দ্রুত লীলাবতী হাসপাতালে নিয়ে যান ভজন। সেখানে পাঁচদিন চিকিৎসার পর সইফ সুস্থ হয়ে সোমবার বাড়ি ফেরেন। হাসপাতাল ছাড়ার আগে সইফ ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন ভজন।
ভজন সিং রানা একটি সাক্ষাৎকারে জানান, সইফ তাঁকে ওই রাতের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং আর্থিক সাহায্যের প্রস্তাবও দিয়েছেন। তবে ভজন তা প্রত্যাখ্যান করে বলেন, “মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। আমি কোনও পুরস্কারের জন্য এটি করিনি। যদি সইফ কোনো উপহার দেন, আমি তা সানন্দে গ্রহণ করব, কিন্তু কখনো দাবি করিনি।”
তিনি আরও বলেন, “অনেকেই বলছেন আমি বড় অঙ্কের টাকা পেয়েছি। কিন্তু আমি তা প্রকাশ করব না। এটি একান্তই আমার এবং সইফ স্যারের ব্যক্তিগত বিষয়।”
অটোচালক ভজন শর্মিলা ঠাকুরের সঙ্গেও সাক্ষাৎ করেন। শর্মিলা তাঁকে আশীর্বাদ ও প্রশংসা জানান। ভজন জানান, সইফকে হাসপাতালে পৌঁছানোর সময় কোনো ভাড়াও নেননি। কারণ, তাঁর কাছে সইফের জীবন বাঁচানোই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।
এই ঘটনা ভজনের মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকল।