টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)-এর নির্দেশ মেনে গ্রাহকদের জন্য নতুন প্যাক চালু করলেও রিলায়েন্স জিয়ো তা নিয়ে চমকপ্রদ কৌশল গ্রহণ করেছে। ইন্টারনেট ছাড়া ভয়েস কলিং ও মেসেজের প্যাক চালু করার নির্দেশ দিয়েছিল ট্রাই, কিন্তু জিয়ো সেই সুযোগে ইন্টারনেট বাদ দিয়ে একই দামে নতুন প্ল্যান চালু করেছে।
৪৫৮ টাকার একটি নতুন প্ল্যান চালু করেছে জিয়ো। ৮৪ দিনের এই প্যাকে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং এবং ১,০০০টি এসএমএস ব্যবহার করতে পারবেন। সঙ্গে মিলবে জিয়ো টিভি, জিয়ো সিনেমা (নন-প্রিমিয়াম) এবং জিয়ো ক্লাউডের সাবস্ক্রিপশন। তবে ইন্টারনেটের সুবিধা নেই। এই প্ল্যানটি আগে ছিল ৪৭৯ টাকার, যেখানে একই সুবিধার সঙ্গে ৬ জিবি ডেটাও পাওয়া যেত। এখন সেই ইন্টারনেট সুবিধা সরিয়ে দাম কমানো হয়েছে মাত্র ২১ টাকা।
একই ভাবে, ১,৯৫৮ টাকার একটি বার্ষিক প্ল্যানও চালু করেছে জিয়ো। এটি ৩৬৫ দিনের মেয়াদে আনলিমিটেড কলিং, ৩,৬০০টি এসএমএস এবং অন্যান্য সাবস্ক্রিপশন সুবিধা দিচ্ছে। তবে আগের ১,৮৯৯ টাকার প্ল্যানে থাকা ৬ জিবি ডেটার সুবিধা বাদ দেওয়া হয়েছে।
যারা শুধুমাত্র ইন্টারনেট প্যাক চান, তাদের জন্যও আলাদা ডেটা প্যাক বিকল্প রেখেছে জিয়ো। ছোট প্যাকের মধ্যে রয়েছে ১১ টাকার ১ ঘণ্টার আনলিমিটেড ডেটা থেকে শুরু করে ৩৫৯ টাকার ৩০ দিনের ৫০ জিবি ডেটার প্যাক। এছাড়া ২৮ দিনের ১০ জিবি ডেটার প্যাক ১৭৫ টাকায় পাওয়া যাচ্ছে।
এই নতুন পরিবর্তন গ্রাহকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া আনছে। অনেকেই ইন্টারনেটবিহীন প্ল্যানকে অপ্রয়োজনীয় বলছেন, আবার কেউ কেউ দামের সাশ্রয় নিয়ে খুশি।