শার্ক ট্যাঙ্ক সিজন ৪-এর সাম্প্রতিক পর্বে শাদি ডট কমের প্রতিষ্ঠাতা তথা শার্ক অনুপম মিত্তল শোনালেন এক হৃদয়বিদারক অভিজ্ঞতার কথা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন FUPRO সংস্থার দুই কর্ণধার, নিমিশ মেহরা ও সিরিল জো বেবি। তাঁদের উদ্যোগ প্রস্থেটিক প্রযুক্তির মাধ্যমে পা হারানো মানুষের জীবন বদলে দিচ্ছে।
FUPRO ইতিমধ্যেই ২০টি অভিনব প্রোডাক্ট তৈরি করে ১৫,০০০-এরও বেশি মানুষের জীবনকে নতুন দিশা দিয়েছে। এদিন তাঁরা তাঁদের সংস্থায় বিনিয়োগের আবেদন জানিয়ে জানান, তাঁদের প্রযুক্তি কীভাবে দুর্ঘটনায় পা হারানো মানুষদের হাঁটা চলার সক্ষমতা ফিরিয়ে দিতে সাহায্য করছে। এক জাতীয় স্তরের পর্বতারোহীর কথা উল্লেখ করেন তাঁরা, যিনি তাঁদের প্রস্থেটিক পা ব্যবহার করে আবার স্বাভাবিক জীবনে ফিরেছেন।
এই আবহেই অনুপম মিত্তল তাঁর এক ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করেন। তিনি বলেন, ‘আমার এক তুতো ভাই একবার ট্রেনের নিচে পড়ে গিয়ে হাত ও পা হারায়। আমি তখন দুর্ঘটনাস্থলে ছিলাম। ওর কাটা পা একটি ব্যাগে করে ফিরেছিলাম, ভেবে দেখেছিলাম যদি সেটা আবার লাগানো যায়। কিন্তু শেষমেশ প্রস্থেটিক পায়েই ভরসা করতে হয়।’
অনুপম আরও বলেন, এমন প্রস্থেটিক প্রযুক্তি সত্যিই জীবনে আশার আলো দেখাতে পারে। FUPRO-এর কাজের প্রশংসা করেন তিনি। তাঁদের প্রোডাক্ট আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর আহ্বান জানান শার্করা।
FUPRO-এর মতো উদ্যোগ প্রমাণ করছে, প্রস্থেটিক প্রযুক্তি শুধু শরীরের ঘাটতিই পূরণ করছে না, মানুষের স্বপ্ন ও জীবনের নতুন সম্ভাবনাও তৈরি করছে।