বর্ডার-গাভাসকর ট্রফি ও ভারত-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজের ব্যস্ত সূচির পর অস্ট্রেলিয়া সফরের হতাশাজনক পারফরম্যান্সের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপেই ঘরোয়া রঞ্জি ট্রফিতে নামতে হয় টিম ইন্ডিয়ার তারকাদের। তবে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা, যশস্বী জসওয়াল, শুভমন গিল ও ঋষভ পন্ত। উল্টোদিকে, চোট কাটিয়ে ফিরে বল হাতে নজর কাড়েন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
মুম্বইয়ের হয়ে জম্মু-কাশ্মীরের বিপক্ষে ওপেন করতে নেমে ব্যর্থ হন রোহিত শর্মা ও যশস্বী জসওয়াল। রোহিত মাত্র ৩ রান ও যশস্বী ৪ রান করে সাজঘরে ফেরেন। অন্যদিকে, কর্ণাটকের বিরুদ্ধে পঞ্জাবের হয়ে ওপেন করতে নেমে শুভমন গিলও ব্যর্থ। তিনি মাত্র ৪ রান করে আউট হন। সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির হয়ে ৫ নম্বরে ব্যাট করতে নেমে ঋষভ পন্ত মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন।
তবে সৌরাষ্ট্রের বিরুদ্ধে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে জম্মু-কাশ্মীরের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে জাদেজা দারুণ ছন্দে ফিরেছেন। তার শিকার হন সনৎ সাঙ্গওয়ান, যশ ধুল ও সুমিত মাথুর। অন্যদিকে, দিল্লির হয়ে আয়ুষ বাদোনি লাঞ্চ পর্যন্ত ৭০ বলে অপরাজিত ৫৪ রান করেন, যা ইনিংসের একমাত্র ইতিবাচক দিক।
এই ম্যাচগুলোতে রোহিত-শুভমনদের ব্যর্থতা ঘরোয়া ক্রিকেটে তাদের প্রস্তুতির ঘাটতি তুলে ধরেছে। তবে দীর্ঘদিন পর মাঠে ফিরে জাদেজার সাফল্য ভারতীয় দলের জন্য আশা জাগিয়েছে।