জল্পনার অবসান ঘটিয়ে এবার সত্যিই বাগদান সেরে ফেললেন রিঙ্কু সিং এবং প্রিয়া সরোজ! আজকাল ক্রিকেটার রিঙ্কু সিং এবং সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, এই ছবিটি রিঙ্কু সিং এবং প্রিয়া সরোজের বাগদানের ছবি। সত্যিই কি বাগদান সেরে ফেললেন রিঙ্কু আর প্রিয়া? নাকি নেপথ্যে রয়েছে অন্য কোন কারণ? অবশেষে এই ছবিটির সত্য মিথ্যা যাচাইয়ের জন্য শুরু হয়েছে তোড়জোড়।
দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল যে, কেকেআর তারকা রিঙ্কু সিং এবং সমাজবাদী পার্টির নেত্রী প্রিয়া সরোজের মধ্যে বিবাহ নিয়ে কথাবার্তা চলছে। অবশেষে সেই জল্পনা সত্যি হয়েছে। দুজনেরই পরিবারের তরফ থেকে এই কথার সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি ভাইরাল হয়েছে সম্প্রতি সেখানে, প্রিয়া আর রিঙ্কুর বাগদান হয়ে গিয়েছে বলে দাবি করা হয়েছে। তবে তদন্ত করে দেখা গেল ছবিটি কিন্তু আদৌ সত্য বা বাস্তব নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সাহায্যে তৈরি করা হয়েছে এই ছবি।
বিভিন্ন খবরে জানা গেছে যে দুজনেই শিগগিরই বিয়ে করতে চলেছেন। তবে ভাইরাল হওয়া ছবিগুলো আসল নয়। সাংসদ প্রিয়া সরোজের বাবা, প্রাক্তন এসপি সাংসদ এবং কেরাকাটের বিধায়ক তুফানি সরোজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিগুলিকে ভুয়ো বলে অভিহিত করেছেন। ফেসবুক ব্যবহারকারী শের মোহাম্মদ ভাইরাল পোস্টটি শেয়ার করার সময় লিখেছেন, “এসপি সাংসদ প্রিয়া সরোজ এবং ক্রিকেটার রিঙ্কু সিংকে তাদের বাগদানের জন্য আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আল্লাহ আপনাদের দুজনকে সবসময় সুখে রাখুক।”
সম্প্রতি প্রকাশিত খবরে বলা হয়েছিল, প্রাক্তন এসপি সাংসদ এবং কেরাকাতের বিধায়ক তুফানি সরোজ বলেছেন যে তাদের বিয়ের কথা গত এক বছর ধরে চলছে এবং তাদের উভয় পরিবারই বিয়ের জন্য প্রস্তুত। কিন্তু দুজনেরই সময় নেই। তুফানি সিং রিঙ্কু সিং এবং প্রিয়া সিংয়ের বাগদান এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সমস্ত ছবিকে মিথ্যা বলে অভিহিত করেছেন। ছবি অনুযায়ী মানুষের চোখ এবং হাতের গঠন স্বাভাবিক নয়। একটু ভালো করে দেখে বোঝা যাচ্ছে যে সেই ছবিগুলিতে কারুকার্য করা হয়েছে।
শুধু তাই নয়, রিঙ্কু সিংয়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল অনুসন্ধান করা হয়েছিল। ভাইরাল দাবি সম্পর্কিত কোন পোস্ট পাওয়া যায়নি সেখানে। প্রিয়া সরোজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলও চেক করেছেন । সেখানেও, এমন কোনো পোস্ট পাওয়া যায়নি। প্রিয়া সরোজের বাবা তুফানি সরোজের সঙ্গে যোগাযোগ করা হলে, তুফানি সরোজ ভাইরাল দাবি অস্বীকার করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিগুলিকে ভুয়ো বলে অভিহিত করেছেন তিনি।