গত ১৭ জানুয়ারি মুক্তিপ্রাপ্ত কঙ্গনা রানাওয়াতের বহু প্রতীক্ষিত ছবি ‘ইমারজেন্সি’ শুরুর দিনগুলোতে ভালো ব্যবসা করলেও সপ্তাহের মধ্যভাগ থেকে আয়ের হার উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। তবে নেতাজি জন্মজয়ন্তীর দিন আয় কিছুটা বেড়েছে বলে জানা গেছে।
রিপোর্ট অনুযায়ী, সপ্তম দিনে ছবিটি ১ কোটি টাকার ব্যবসা করেছে, ফলে মোট আয় দাঁড়িয়েছে ১৪.৪০ কোটি টাকা। তবে কঙ্গনার প্রযোজনা সংস্থা মনিকর্ণিকা ফিল্মস দাবি করেছে, সপ্তম দিনে ছবিটি ১.০৩ কোটি টাকার ব্যবসা করেছে এবং মোট আয় দাঁড়িয়েছে ১৫.৫২ কোটি টাকায়।
প্রথম দিনে বক্স অফিসে ছবিটি ২.৫০ কোটি টাকার ব্যবসা করে। দ্বিতীয় দিনে আয় বেড়ে হয় ৩.৬০ কোটি টাকা এবং তৃতীয় দিন রবিবার এটি পৌঁছায় ৪.২৫ কোটি টাকায়। তবে সপ্তাহের শুরুতে, অর্থাৎ সোমবার থেকে আয় অনেকটাই কমে যায়। চতুর্থ দিন ছবিটি ১.০৫ কোটি, পঞ্চম দিনে ১ কোটি এবং ষষ্ঠ দিনে মাত্র ৮৫ লাখ টাকার ব্যবসা করে।
১৯৭৫ সালের জরুরি অবস্থার পটভূমিতে নির্মিত এই ছবিটি লিখেছেন, পরিচালনা ও প্রযোজনা করেছেন কঙ্গনা রানাওয়াত। মুখ্য ভূমিকায় রয়েছেন কঙ্গনা নিজেই, তাঁর সঙ্গে অনুপম খের, মিলিন্দ সোমান এবং শ্রেয়স তালপাড়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।
কঙ্গনা সম্প্রতি দর্শকদের ছবিটিকে ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তবে ছবিটি পাঞ্জাবে মুক্তি না পাওয়া এবং শিখ সম্প্রদায়ের কিছু অংশের বিরোধিতার কারণে বিতর্কে জড়িয়েছে। এসব সত্ত্বেও কঙ্গনার আশা, সিনেমাটি আরও বেশি দর্শকের মন জয় করতে পারবে।