রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গুরুতর শারীরিক অবস্থার কারণে এসএসকেএম হাসপাতালের আইসিসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। সূত্রের খবর, ফুসফুস ও কিডনির সমস্যা বেড়েছে। সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা অস্বাভাবিক হওয়া এবং ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ায় ঝুঁকি না নিয়ে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও মেডিক্যাল বুলেটিন প্রকাশ করেনি।
২০২২ সালের জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল। পরবর্তীতে সিবিআই-ও তাঁকে গ্রেফতার করে। দীর্ঘ তিন বছর জেলে কাটানোর পর সম্প্রতি শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন তিনি। তবে সিবিআইয়ের মামলায় এখনও জামিন মেলেনি। ফলে তাঁকে জেলেই থাকতে হচ্ছে।
গ্রেফতারের পর থেকেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন পার্থ। জেলের মধ্যেই কয়েকদিন আগে প্যানিক অ্যাটাক হয়েছিল বলে সূত্রের দাবি। সোমবার তিনি অসুস্থ বোধ করলে প্রথমে তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।
প্রসঙ্গত, প্রেসিডেন্সি সংশোধনাগারে প্রতিমাসেই পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্যপরীক্ষা করা হয়। তবে আইনজীবীদের দাবি, জেলে থাকার সময় তাঁর শারীরিক সমস্যা আরও বেড়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে মনে করা হচ্ছে।