ওয়াকফ (সংশোধনী) বিল নিয়ে অশান্তির জেরে তৃণমূল কংগ্রেস নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ মোট ১০ সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। জেপিসি’র চেয়ারম্যান জগদম্বিকা পালের বিরুদ্ধে তাড়াহুড়ো করে বিল পাস করানোর অভিযোগ তোলেন বিরোধীরা। সেই সূত্রে লাগাতার বিক্ষোভ দেখানোর জন্য একদিনের জন্য সাসপেন্ড করা হয় সাংসদদের। সাসপেনশনের তালিকায় রয়েছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি, নাসের হুসেন, মহম্মদ জাভেদ, এ রাজা, অরবিন্দ সাওয়ান্ত, নাদিম-উল-হক, ইমরান মাসুদ, মোহিবুল্লাহ এবং মহম্মদ আবদুল্লা।
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই সাসপেনশনের প্রস্তাব উত্থাপন করেন, যা কমিটিতে গৃহীত হয়। অপর এক বিজেপি সাংসদ অপরাজিত সারঙ্গী বিরোধীদের আচরণকে ‘ন্যক্কারজনক’ বলে অভিহিত করেন। তাঁর অভিযোগ, বিরোধী সাংসদরা বৈঠকের সময় অশান্তি সৃষ্টি করেন এবং চেয়ারম্যানের বিরুদ্ধে অসংসদীয় ভাষা প্রয়োগ করেন।
বিরোধীরা পালটা দাবি করেছেন, ওয়াকফ বিল নিয়ে অহেতুক তাড়াহুড়ো করছে বিজেপি। তাঁদের অভিযোগ, বিলটির প্রয়োজনীয় সংশোধন নিয়ে পর্যাপ্ত আলোচনা করার সুযোগ দেওয়া হচ্ছে না। দিল্লি বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে তড়িঘড়ি বিল পাস করানোর চেষ্টা চলছে বলে অভিযোগ।
উল্লেখ্য, ২০২৪ সালের ওয়াকফ (সংশোধনী) বিলটি ১৯৯৫ সালের ওয়াকফ আইন সংশোধনের জন্য আনা হয়েছে। বিলটি প্রথমে লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। ৮ অগস্ট এটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়। কিন্তু বিরোধীদের মতে, পুরো প্রক্রিয়াই সংসদীয় রীতি-নীতিকে অবজ্ঞা করে পরিচালিত হচ্ছে।