সইফ আলি খানের উপর হামলা মামলায় বাংলাদেশি নাগরিক শরিফুল ইসলাম শেহজাদ মোহাম্মদ রোহিলা আমিন ফকিরকে ২৯ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্তকে ১৯ জানুয়ারি মহারাষ্ট্রের থানে থেকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, সইফের উপর ছুরিকাঘাতের ঘটনায় সে সরাসরি যুক্ত।
অভিযুক্তের পরিবারের দাবি, সইফের বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়া ব্যক্তিটি শরিফুল নয়। তাঁর বাবা জানিয়েছেন, আমার ছেলে নির্দোষ। সঠিক তদন্ত হলে সব প্রমাণ হবে।
তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তাকে প্রথমে ৫ দিনের পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। শুক্রবার সেই মেয়াদ শেষ হওয়ার পর আদালতে তোলা হলে বিচারক তদন্তের গুরুত্বের কথা উল্লেখ করেন এবং হেফাজতের সময়সীমা বাড়িয়ে ২৯ জানুয়ারি পর্যন্ত নির্দেশ দেন।
আদালত জানায়, এই মামলার বিভিন্ন দিক এখনও পর্যালোচনার বাকি এবং অপরাধটি গুরুতর প্রকৃতির হওয়ায় দায়রা আদালতে বিচার প্রয়োজন।
তদন্তকারী সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার দিন সইফ আলি খানকে টার্গেট করা হয়েছিল। হামলার পেছনে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র ছিল কি না, তা আমরা খতিয়ে দেখছি।
এদিকে, সইফ আলি খান এই ঘটনার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। পুলিশের বক্তব্য অনুযায়ী, এই মামলায় সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ বিশ্লেষণ করে দ্রুত চার্জশিট জমা দেওয়া হবে।