হরিয়ানার মুরথাল থানায় বলিউড অভিনেতা শ্রেয়াস তালপাড়ে ও অলোক নাথসহ ১৩ জনের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে FIR দায়ের হয়েছে। ২২ জানুয়ারি দায়ের হওয়া এই মামলায় ভারতীয় দণ্ডবিধির ৩১৬(২), ৩১৮(২), ও ৩১৮(৪) ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার তদন্তকারী মুরথালের অতিরিক্ত পুলিশ কমিশনার অজিত সিং জানান, অভিযুক্ত একটি কো-অপারেটিভ সোসাইটি উচ্চ রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষকে প্রতারণা করেছে। যদিও মূল অভিযোগ সোসাইটির বিরুদ্ধে, অভিনেতা শ্রেয়াস তালপাড়ে ও অলোক নাথের ভূমিকাও তদন্তাধীন।
অভিযোগকারী বিপুল অ্যান্টিল জানান, ২০১৬ সালে ইন্দোরে নথিভুক্ত হিউম্যান ওয়েলফেয়ার ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি মাল্টি-লেভেল মার্কেটিং মডেলের মাধ্যমে ফিক্সড ডিপোজিট ও রেকারিং ডিপোজিট স্কিম চালু করে। উচ্চ রিটার্ন ও প্রণোদনার লোভ দেখিয়ে সোসাইটি হাজার হাজার মানুষকে বিনিয়োগে আকৃষ্ট করে। সোসাইটির অধীনে হরিয়ানাসহ একাধিক রাজ্যে ২৫০টি পরিষেবা কেন্দ্র পরিচালিত হতো।
অ্যান্টিলের অভিযোগ, প্রথমে এজেন্টদের প্রণোদনা বন্ধ করা হয়। এরপর বিনিয়োগকারীদের ম্যাচিওরিটি অর্থ ফেরত দেওয়া বন্ধ হয়ে যায়। সোসাইটির মালিকরা হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন করেন এবং অফিস বন্ধ করে পালিয়ে যান।
বিপুল অ্যান্টিল জানান, তিনি সোসাইটিতে ৩৩ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। তাঁর ভাই অমিতের মাধ্যমে ৪ কোটিরও বেশি অর্থ বিনিয়োগ হয়েছিল। এখন আত্মীয়স্বজন ও বিনিয়োগকারীরা তাঁদের অর্থ ফেরত চাইছেন।
পুলিশ জানিয়েছে, সোসাইটির বিরুদ্ধে ব্যাপক আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে এবং বলিউড অভিনেতাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।