কর্ণাটকের রামমূর্তির কালকেরে লেকের কাছ থেকে এক ২৮ বছর বয়সি বাংলাদেশি তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৪ জানুয়ারি সকালে স্থানীয়রা লেকের ধারে নির্জন এলাকায় ওই দেহ দেখতে পান। পুলিশ জানিয়েছে, নিহত তরুণী বেঙ্গালুরু পুরসভার (বিবিএমপি) এক সাফাইকর্মীর স্ত্রী ছিলেন এবং একটি অ্যাপার্টমেন্টে গৃহপরিচারিকার কাজ করতেন।
নিহত তরুণীর স্বামী ও তিন সন্তানসহ বেঙ্গালুরুতে থাকতেন। ২৩ জানুয়ারি কাজ শেষে বাড়ি ফিরতে দেরি হবে বলে সহকর্মীকে জানান তিনি। এরপর অনেক রাত পর্যন্ত না ফেরায় রামমূর্তি নগর থানায় তাঁর স্বামী নিখোঁজ ডায়েরি করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে ধর্ষণের পর খুনের বিষয়টি উঠে এসেছে। পাথরের আঘাতে মাথায় গুরুতর চোটের কারণে মৃত্যু হয়েছে বলে অনুমান। পুলিশ জানিয়েছে, তরুণী স্বেচ্ছায় নির্জন এলাকায় গিয়েছিলেন, সম্ভবত পরিচিত কারও সঙ্গে দেখা করতে। বাকবিতণ্ডার জেরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।
পূর্ব ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার দেবরাজ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ফরেনসিক বিশেষজ্ঞদের সঙ্গে তদন্ত চালান। তিনি জানান, “এটি একটি জঘন্য অপরাধ। ধর্ষণ ও খুনের ধারায় মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।”
পুলিশ তরুণীর স্বামীর বৈধ পাসপোর্ট ও মেডিক্যাল ভিসার কথা জানিয়েছে। ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। অপরাধীদের খুঁজে বের করতে পুলিশ তৎপর।