২০০৮ সালের মুম্বই সন্ত্রাসী হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণ করতে আর কোনও আইনি বাধা রইল না। মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এই বিষয়ে চূড়ান্ত রায় দিয়েছে। ফলে পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক রানাকে ভারতের হাতে তুলে দিতে এখন আর কোনও বাধা নেই।
মুম্বই হামলায় ১৬৬ জন নিরীহ মানুষের প্রাণ গিয়েছিল। ৬০ ঘণ্টা ধরে চলা এই জঙ্গি হামলার পেছনে ছিল পাকিস্তানের মদতপুষ্ট লস্কর-ই-তৈবা। হামলার অন্যতম পরিকল্পনাকারী ডেভিড কোলম্যান হেডলির সহযোগী ছিলেন তাহাউর রানা। মার্কিন আদালতে বহুদিন ধরে চলা আইনি লড়াইয়ের পর অবশেষে সুপ্রিম কোর্ট রানার ভারতের হাতে প্রত্যর্পণের পক্ষে রায় দিয়েছে।
ভারত দীর্ঘদিন ধরেই রানার প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছিল। নয়াদিল্লির মতে, মুম্বই হামলার ভয়াবহ ঘটনায় রানার ভূমিকা বিচার করা ভারতের বিচারব্যবস্থার অধীনে হওয়া উচিত। তবে, রানা বরাবরই এই দাবি অস্বীকার করেছেন এবং আমেরিকার বিভিন্ন আদালতে আইনি লড়াই চালিয়ে গেছেন।
এর আগে সান ফ্রান্সিস্কোর ইউএস কোর্ট অফ অ্যাপিলস এবং মার্কিন নিম্ন আদালত রানার বিরুদ্ধে রায় দিয়েছিল। রানার পক্ষের আইনজীবী সুপ্রিম কোর্টে আবেদন করলেও শেষ পর্যন্ত তা খারিজ হয়। মার্কিন সলিসিটর জেনারেল এলিজাবেথ বি প্রিলগারের সুপারিশের ভিত্তিতে শীর্ষ আদালত রানার আবেদন প্রত্যাখ্যান করে।
এই রায়ে ভারতের জন্য সুবিচারের একটি বড় পদক্ষেপ সম্পন্ন হল। ২০০৮ সালের মুম্বই হামলার মতো নৃশংস ঘটনার জন্য দোষীদের বিচারের মুখোমুখি করার পথে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।