আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় একের পর এক তথ্য প্রকাশ্যে আসায় প্রশ্ন উঠছে সিবিআইয়ের তদন্ত নিয়ে। সিএফএসএল-এর সাম্প্রতিক রিপোর্ট দাবি করেছে, সেমিনার রুমে কোনও ধস্তাধস্তির চিহ্ন নেই। এরপরই সন্দেহ ঘনিয়েছে অপারেশন থিয়েটারের দিকে।
জানা গিয়েছে, ৮ তলার অর্থোপেডিক অপারেশন থিয়েটার ঘিরে প্রথম থেকেই রহস্য ছিল। হাসপাতালের কর্মীরা ও সিআইএসএফ জওয়ানরা সেখানে গ্লাভস, অস্ত্রোপচারের ব্লেড এবং রক্তের দাগ দেখতে পেয়েছিলেন। ঘটনাটি সিবিআইকে জানানো হলে ঘরটি সিল করার মৌখিক নির্দেশ দেওয়া হয়। তবে অভিযোগ, সিবিআই এতদিনেও সেই ঘরের তদন্ত করেনি।
এই ঘটনায় নির্যাতিতার বাবার দাবি, সিবিআই সঞ্জয় রায়কেই একমাত্র দোষী ধরে নিয়েছে এবং অন্যান্য অসঙ্গতিকে উপেক্ষা করছে। হাসপাতাল কর্মীদের মতে, যেখানে অপারেশন থিয়েটারে সন্দেহজনক প্রমাণ পাওয়া গিয়েছে, সেখানে কেন সেটি পরীক্ষা করা হল না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
এছাড়া, কলকাতা পুলিশের আগে পাওয়া কিছু প্রমাণ যেমন তরুণীর দেহের নীচে থাকা ভাঙা চশমা, ম্যাট্রেসের নীচে ইয়ারফোন এবং চুল ভর্তি খাম—এই সবই রহস্য ঘনীভূত করেছে। সেমিনার রুমে কোনও ধস্তাধস্তির চিহ্ন না থাকলে, এই প্রমাণগুলির উৎপত্তি নিয়ে প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি কর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হলেও ৮ তলার অপারেশন থিয়েটার সিবিআইয়ের তদন্তের বাইরে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। তাঁরা দাবি করছেন, পুরো ঘটনার স্বচ্ছ তদন্ত করা হোক।