বেঙ্গালুরুতে সম্প্রতি এক বাংলাদেশি নারীর মৃতদেহ উদ্ধার হওয়ার পর তদন্তে জানা যায়, তাকে ধর্ষণ করে হত্যার পর ফেলে রাখা হয়েছিল। ২৪ জানুয়ারি কর্ণাটকের রামমূর্তির কালকেরে লেকের কাছ থেকে ২৮ বছর বয়সী ওই নারীর দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, নিহত নারী গৃহপরিচারিকার কাজ করতেন এবং দীর্ঘ ৬ বছর ধরে ভারতে বসবাস করছিলেন।
নিহত নারীর স্বামী ও তিন সন্তান সহ বেঙ্গালুরুর একটি এলাকায় বসবাস করতেন। পুলিশ সূত্রে জানা যায়, ২৩ জানুয়ারি নিহত নারী তার সহকর্মীকে জানিয়েছিলেন, কিছু ব্যক্তিগত কাজ থাকায় দেরি করে বাড়ি ফিরবেন। রাতে স্বামী তাঁর নিখোঁজের বিষয়ে থানায় ডায়েরি করেন। পরদিন সকালে নারীর দেহ পাওয়া যায় এবং তার মাথায় পাথরের আঘাতের চিহ্ন পাওয়া যায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণ করার পর হত্যার ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে আজ ঢাকার রাজু ভাস্কর্যে সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং সমর্থকরা এই নারীর প্রতি ন্যায্যতার দাবি তুলে সড়কে বের হন। তারা সরকারের কাছে দ্রুত বিচার এবং হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত তদন্ত চলছে।