গগনযান অভিযানের বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। মহাকাশে প্রথম মানব অভিযানের আগে পরীক্ষামূলক মানববিহীন অভিযান পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ক্রু মডিউল’ সম্প্রতি শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র পৌঁছেছে।
২১ জানুয়ারি বেঙ্গালুরুর লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টার থেকে এই মডিউলটি শ্রীহরিকোটায় পাঠানো হয়। এর প্রোপালশন সিস্টেমে ‘বাই-প্রোপেল্যান্ট রিঅ্যাকশন কন্ট্রোল সিস্টেম’ ব্যবহার করা হয়েছে, যা ত্রিঅক্ষে নিয়ন্ত্রণে সক্ষম। ১২টি থ্রাস্টার সমৃদ্ধ এই সিস্টেমের প্রতিটি থ্রাস্টার থেকে ১০০ নিউটন ফোর্স উৎপন্ন হবে।
বিক্রম সারাভাই স্পেস সেন্টারে এই মডিউলের অপারেটিং সিস্টেম ডিজাইন করা হয়েছে। শ্রীহরিকোটায় পৌঁছানোর পরেও এতে অ্যাসেম্বলি, এভিয়োনিক্স ইনস্টলেশন এবং ইলেকট্রিকাল হারনেসিংয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। সমস্ত পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে মডিউলটি বেঙ্গালুরুর ইউআর রাও স্যাটেলাইট সেন্টারে পাঠানো হবে। সেখানে এটি অর্বিটাল মডিউলের সঙ্গে সংযুক্ত করা হবে।
প্রসঙ্গত, ইসরো ২০২১ সালে গগনযানের ক্রু মডিউলের সফল উৎক্ষেপণ করেছিল। সেই পরীক্ষায় ক্রু এস্কেপ সিস্টেম ও প্যারাস্যুটের কার্যকারিতা যাচাই করা হয়। এছাড়া, সম্প্রতি বিশাখাপত্তনমে নৌসেনার সহায়তায় ‘ওয়েল ডেক রিকভারি ট্রায়াল’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
গগনযান অভিযানে মহাকাশচারীদের পৃথিবীর ৪০০ কিলোমিটার কক্ষপথে পাঠানো হবে এবং সেখান থেকে নিরাপদে ফিরিয়ে আনা হবে। মহাকাশচারীদের সুরক্ষা নিশ্চিত করতে ইসরো একাধিক পরীক্ষা ও মহড়া চালিয়ে যাচ্ছে। মানববিহীন মডিউলটির সাফল্য গগনযান মিশনের পথ সুগম করবে।